Sign Language ও বোবা আমি|| আবৃত্তির কবিতা || কিশোর মজুমদার

Sign Language ও
বোবা আমি

কিশোর মজুমদার

অক্ষর বিছিয়ে আমি তোমাকে ডাকি না
আমার অনেক কান্না জমে আছে

ভাটিয়ালি দুপুরে নাগরিক জীবন আঁকি না

আমার বুকে ঝর্ণা জমে আছে।

জানলার পাশে মেঘ – মেঘের পাশে রাত

আর রাতের পাশে নির্জন আমি

তারাদের ভিড়ে কোনো স্মৃতি খুঁজি না

আমার রক্ত হিম হয়ে আছে ,

রিংটোন যখন ক্লান্ত ডাকনামের মৃদু আড়াল খোঁজে

তখন তুড়ি বাজায় আমার ধূসর রং-এর তুলি,

গিটারের তার পেঁচিয়ে যাচ্ছে আমার গলায়

আমি চিৎকার করতে পারছি না
,
হাতড়ে হাতড়ে আমি খুঁজে যাচ্ছি
আমার বিছানা কাপড়,

গানগুলো ক্রমশই সাইন ল্যাঙ্গুয়েজ
হয়ে
বোবা অন্তর থেকে বেরিয়ে আসছে উথলানো চায়ের মতো ,

কখন তুমি আর তোমাদের দিকে ফিরে চাইবো !

নিজেকে গুছিয়ে নিতে বার বার
ছুঁতে চাইছি তোমার ঠোঁট

কত না বলা কথা , কত অভিমান , কত হাজার লক্ষ কোটি
খিদে
কথার খিদে , ইচ্ছের খিদে
আমার দিকে হা করে আছে ,

অজস্র আমি যেন আজ ক্লান্ত ঘুমের ভেতরে দুঃস্বপ্নের মতো বেঁচে আছি ;

তুমি আরেকটু অতীত এনে আমাকে ঢেকে দিতে থাকো

আমি গাছ হয়ে উঠবার আগেই,
আরক্তিম লাবণ্য খুলে খুলে-
কঙ্কাল
হয়ে উঠবার আগে স্বপ্নের কুবলা খান হতে দাও

আমি আরেকটু রং আকাশে দিতে চাই

ধুসর মেঘের গর্জনটুকু শুনতে শুনতে ।

"আমিও পারি" কবিতার বই 


কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share