আবৃত্তির বাংলা কবিতা || আহত ঘাসের শেকড়|| কিশোর মজুমদার

আহত ঘাসের শেকড়

 কিশোর মজুমদার   

দুপুর থেকে টানা বৃষ্টি
সঙ্গে মেঘ , আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া ।
ঝোড়ো হাওয়ায় দুলতে দুলতে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে
লম্বা বলে গর্বিত ঘাসেদের কোমল পাতা ।

মাঠের পাশে নাবাল জমি
জমি ঘিরে ফসলের যত্ন
ঘাসের পাশে শুকনো অযত্ন
অযত্নের হাতে বিরুদ্ধ বাতাসের চাবুক ।

দুটো ঘাস ফড়িং উড়ছে
কিন্তু বারবারই পড়ে যাচ্ছে দমকা
বাতাসের দাপে ।

সত্যি আহত ঘাসের উপর
ঘাসফড়িং দুটো আছড়ে পড়তে পড়তে
ফিরে যাচ্ছে বিকেলে -সন্ধ্যায় –রাতের দিকে —

আমিও দুপুর থেকে দেখতে দেখতে
অপেক্ষা করতে শিখে গেছি ।
সন্ধ্যা , রাত আর রাত শেষের
বিনিদ্র উপাখ্যান বুকে নিয়ে–
ভাসতে থাকি ঝোড়ো গল্পের ফুল কুঁড়ি পাতায় পাতায় ।


তুমি যতক্ষণ ঝোড়ো হাওয়া —
ততক্ষণই আমার দু’চোখ ভেজা–
কলমের কালি লিখতে থাকে
গান গল্প বাতাসের ঘাসফড়িং ডানা
আর বাকিটা —

আহত ঘাসের শেকড়ে লুকোনো অভিমান ।

@@@@@@@XXXXX@@@@@@@@@

tags: আহত ঘাসের শেকড়, কিশোর মজুমদার, আবৃত্তির বাংলা কবিতা, sera abrrittir kobita, bangla kobita abritti, সেরা আবৃত্তির কবিতা, বাংলা নতুন কবিতা, কিশোর মজুমদারের কবিতা, দ্বৈত আবৃত্তির কবিতা, bengali poetry for recitation,

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share