২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা PDF || সোনালি ফসলের সমারোহ || বাংলা ভাষা নিয়ে কবিতা

 ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা , বাংলা ভাষা নিয়ে কবিতা

কবিতার PDF নিচে দেওয়া হল 👇🏿

সোনালি ফসলের সমারোহ

                        কিশোর মজুমদার 

পাগলটা আজ গান ধরেছে পাতি বাংলা ভাষায়

দেহাতি উচ্চারণে বসন্ত বিকেল তার

মাটির সোঁদায় গল্প জমা করতে থাকে ;

তুই কী করিস রে পাগল ?

– আমি ফসল কুড়োই গো

দেখো না কেমন  অ – আ- ক – খ  গুলান 

ধূলা মাটিতে হারাই যেতেছে । 

মাটিতে অসংখ্য ফসলের দানা 

ওই বীজ থেকেই তো লক্ষ হাজার কবিতা হয় বাবু ; 

জেনেছিলাম , 

বিশ্ব এসে চিনে নিয়ে গেল তার মা-কে 

এই খানেই  মাকে মা ডাকতে শিখেছিল গোটা বিশ্ব  

পাগলটা ওই এক খুঁটোয় আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখেছে

বেঁচে থাকার আনন্দকে ।  

কারণ সে জেনে গেছে 

হাজার নক্ষত্রবীথির থেকেও 

দুরবিন পটে যেন দেখা যাবে উজ্জ্বল সোনালি

ফসল সব  –  গীতাঞ্জলি – অগ্নিবীণা –  

সোনার বাংলা ভাষার জমিতে লক্ষ কোটি

এমনি সোনালি ফসলের সমারোহ । 

……………………………

কবিতার PDF টি ডাউনলোড করে নিতে পারেন 👇👇

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

"আমিও পারি" কবিতার বই 

  

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share