গ্র্যাভিটি | বাংলা কবিতা | কিশোর মজুমদার

গ্র্যাভিটি

     কিশোর মজুমদার

পৃথিবীকে নিংড়ে নিতে 

ইচ্ছেকে বৃষ্টি করে ফেলি 

মেঘ ধোয়া জলটুকু স্নেহের মতো 

কৃত্রিম জলাধারে রাখবো ব’লে 

ঢাকনা খুলে রাখি। 

তুমি বড্ড কৃপণ ; 

এই অবেলায়–

দুয়ারে দাঁড়ানো পথিকের মতো

হাঁপাচ্ছিলাম একটু আগেও । 

স্বৈরিনী আকাশ নারী 

থেমে যাও তবে উপরের সিঁড়িতে 

রেলিংয়ে হাত রেখে 

পিছুটানে আড়চোখ ছুঁড়েই চলে যাও তবে ।

গ্র্যাভিটি চিরকাল 

নিচেই টানতে থাকবে ।

………………

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

"আমিও পারি" কবিতার বই 


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share