শিউলি ও শরৎ ||বাংলা কবিতা || bangla abrittir kobita || শরতের প্রেমের কবিতা

শিউলি ও শরৎ

—-কিশোর মজুমদার

শরৎ বলে, শিউলি তুমি কোথায় ?
শিউলি বলে , এই তো আমি রানী ।
তোমার আঁচল কাশের সাদা ফুলে
কষ্ট মেখে , বড্ড অভিমানী ।
বৃষ্টি ভেজা চোখের জলে স্নাত
পাপড়ি আমার যদিও অক্ষত
ভুলেই গেছে খুশির অবদানই ।

ডুকরে উঠে শরৎ বললে কেঁদে
তুই যে আমার চিরকালের সই
মেঘের ভেলায় খুশির আনাগোনা
দেখ না খুঁজে । বল না সখী কই ?

শিউলি বলে নামিয়ে মাথাখানি
বলবো কী গো , আমি কি আর জানি
!

এমন সময় বাতাস এলো উড়ে
ঢাকের আওয়াজ কাশের ফুলে মুড়ে
বললে হেসে কেঁদো না তাই ব’লে
অতীত গেছে দুঃখ নিয়ে চলে
আসছে মায়ের উদার আশীর্বাদ
শিউলি শরৎ ফোটাও খুশির স্বাদ
ছোট্ট মেয়ে ছোট্ট ছেলেগুলো
দেখবে তারা হাসবে কাপাস তুলো ।
খুশি হলো কষ্ট ভুলে গিয়ে
মেঘের মতন সুরের ভেলা নিয়ে
নতুন শুরু নতুন করে বাঁচা
দুঃখ ভুলে আনন্দেতে নাচা ।

শিউলি শরৎ ঢাকের সাথে মিলে
সবুজ ধানে শিশির ভেজা চুলে
জল চোখে তাও হাসতে হাসতে ভাবে
আনবো খুশি এবারে উৎসবে ।

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

"আমিও পারি" কবিতার বই 


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share