গোলাপ , ছুরি ও বন্দুক // বাংলা কবিতা

গোলাপ , ছুরিবন্দুক

কিশোর মজুমদার

এখুনি ডেকো না তাকে —-

যে সদ্য ভালোবাসার গোলাপ হাতে বেরিয়েছে

যার কাছেই যাক 

হতে পারে নীলা দিয়া শিয়া জোয়া

কিংবা সপ্তমিতার ষোলো বছরের কিউট বোনটি 

যে হয়তো প্রথমবারই তার দিকে তাকিয়েছিল 

আগ্রহ বিস্ময়মাখা ডাগর চোখে ।


এখুনি ডেকো না তাকে 

যার হাতে গোলাপ , পায়ে ঘুঙুরু সংগীতময়

যার ভাবে  থোড়াই কেয়ার করি ভাব

 আর চোখ শুধু খুঁজছে সেই দুটো চোখকে

 যার ডাগর চোখে প্রথম নেটওয়ার্ক পেয়েছিল 

ছেলেটার চোখ-ড্রোন ।  


এখুনি ডেকো না — কোনো দরকার নেই ডাকার 

ও যাক ও খুঁজুক তার আলসে সময় চাষাবাদের জমি 

শুধু একবার ওকে কাছে পেলে —

খুব যত্ন করে বুঝিয়ে বলার সুযোগ এলে —

খুব শান্ত আদুরে গলায় একটু কথা বলার ফুরসৎ পেলে —

কানে কানে বলে দিও —

সত্যি ভালোবাসলে কিন্তু

গোলাপ কখনো 

 বন্দুক , ছুরি , কাঁচি হয়ে উঠতে পারে না ।

     ********@*******

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share