বৃক্ষছায়া ||কিশোর মজুমদার || বাংলা কবিতা

বৃক্ষছায়া

  — কিশোর মজুমদার 

স্রোতধারা বয়ে যায় 

পিপাসা কখনো ফুরোয় না ।

গায়ে হলুদ , আঁশবটিতে লেগে থাকা কুচো মাছ , ক্রেতার হাসিমুখ, সেলাই মেশিনের কেটে পড়া সুতো, 

মায়ের থুতনির জরুলের মতো

হিসেব-হীন তর্ক বাঁধাতে না পারলে 

যাদের পেটের ভাত হজম হয় না 

তাদের নৌকোয় ফুটো থাকে না ।

ইস্পাতের তাকত পিঠে নিয়ে

পাটের বোঝা পুকুর ধারে রেখে

বুড়ো অর্জুনতলায় 

বিড়িতে সুখটান দিয়ে যায় 

রায় বাড়ির বছরমারা কামলা টুরু । 

বৃক্ষছায়া লম্বা হবার আগ পর্যন্তই

তার এই জীবন বিলাস চলবে।

—–*——

কিশোর মজুমদারের কবিতার সূচিপত্র

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share