মৃত্যু || বাংলা কবিতা || কিশোর মজুমদার

মৃত্যু

   —- কিশোর মজুমদার

আমিও মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

দেখেছি অজস্র কোণ

অজস্র সরলরেখা 

আর সংখ্যা সংখ্যা গোপন মৃত্যু ।

যেদিন তুমি আমাকে চোখে রেখেছিলে 

সে দিন আমার প্রথম মৃত্যু

আর এখন 

মৃত্যুর প্রহর গুনতে গুনতে 

শ্মশানের চেলাকাঠ হয়ে বসে আছি 

প্রেমিকের মত।

   ––-*—–

কিশোর মজুমদারের কবিতার সূচিপত্র

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share