যে বসন্ত চাইনি কোনোদিন | বাংলা কবিতা |কিশোর মজুমদার

যে বসন্ত চাইনি কোনোদিন

কিশোর মজুমদার

আগুনকে ফাগুন হতে দেখেছি আমি–

গোলা বারুদকে আবির হতে দেখেছি

আর শিমূল পলাশ কৃষ্ণচূড়াকে তার কলির পর কলি
বিলিয়ে দিতে দেখেছি ।

দেখে দেখে খুব ক্লান্ত হয়ে উঠছি রোজ ।

এখন শুধু তোমার মুখের মত মুখ খুঁজছি

অবিকল অনাবিল

নিশ্ছিদ্র শিশুপনায় উন্মন একটা ফাগুন বালিকা —

জলপাই পাতার ফাঁকে ফাঁকে

জালবোনা রোদ–
কাদা জল পুকুরের পাশে
সাদা বকের মতন প্রতিশ্রুতি নিয়ে

রাজনীতির পোষা সাদা কালো রং —

এখন ক্লান্ত মনে হয় ।

বার বার ফিরতে ইচ্ছে করে

তোমার গেন্দা ফুলের কাছে

হে শরৎ

আমি এ বসন্ত চাইনি কোনোদিন ।

********************

https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/160924116_3853831381322178_1878053288349798813_n.jpg?_nc_cat=103&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=PpRmi43r5F4AX_5NfnB&_nc_ht=scontent-bom1-1.xx&oh=0b5b01e15886efc6acf7e5682d920764&oe=6075CF5A

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share