কেন তুই চলে গেলি

কেন তুই চলে গেলি

Kishore Majumder

কেন তুই চলে গেলি/Keno tui chole geli

তুই চলে গেলি কেন বলতো ? এই দুনিয়া এই জগৎ দেখ কেমন নির্লজ্জ বেহায়ার মতো হাসছে আর তুই,  শুধু তুই নীরব পৃথিবীর কানের কাছে মুখ নিয়ে নীরবে বলে চলেছিস তোর ব্যর্থতার গল্প যেখানে আমি আমরা বাঁচার জগৎ সবকিছুই তোর কাছে ব্যঙ্গ মনে হয় আমি জানি আমি জানি  সব বুঝি রে.. জীবনে এভাবে তোকে হেরে যেতে দেখবো কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এক একবার আমারও মনে হয় এই জীবন এই মানুষজন প্রতিযোগিতা ইঁদুর দৌড় সব সব সব মিথ্যে মিথ্যে …. তোর আকাশ নীল  জামাটা এখনো আমার ঘরেই হ্যাঙ্গারে ঝুলছে তোর নিষ্পাপ হাসিটা এখনও আমার  মোবাইলের লক স্ক্রিনে আমরা চার বন্ধুর মধ্যে তুই ই ছিলি সবচেয়ে হ্যান্ডসাম তোর ছবিতে এখনও লাইক পড়ে রোজ তোর আত্মহত্যার খবর তো সবাই জানে  না আর তোর হাসিভরা মুখের আড়ালে লুকানো ব্যর্থতা আর হতাশার চেহারাটা যদি জানতো তাহলে হয়তো ফেসবুকই তোর অ্যাকাউন্টটা টেকডাউন করে দিতোরে রমেশ এখন প্যারিসে জব করে খবরটা শুনে আমায় কল দিয়েছিল তোর প্রতিদ্বন্দ্বী সাহাজ তো ফোন করেই কাঁদে জীবনের যতগুলো সিঁড়ি পার হলাম আমরা সবকটা সিঁড়ি তোরও পার হবার কথা ছিল । তমান্না কে নিয়ে ঠাট্টা তামাশা শেষ পর্যন্ত যে তোর মনের ঘরে সিঁধ কাটবে আগে কে জানতো বল এখন তো ও দুর্গাপুরে না কোথায় যেন আছে কে জানে চার বন্ধুর মাঝে থাকা তমান্না শেষ পর্যন্ত কার জেরে যে তামান্না হল কে জানে আজ অনেক কথাই মনে পড়ে যায়

সবাই যে যার মতো চলে গেছে যেখানে যাবার আমিও এখানেই আর তুইও এখানেই আছিস sorry !  ছিলিস ! আমি তোকে জানি, কিন্তু এমন ছিলি না বল তবে কেন কেন কেন এভাবে নিজেকে শেষ করে দিলি জীবনের চরমতম পরীক্ষায়  এভাবে  হেরে গেলি তুই এম.এ পাশ চাকরিপ্রার্থী রূপমের মত তোর ইতিহাস রচিত হবে মৃতদেহের তালিকায় কেন স্বপ্ন ভাঙা অমলক্লান্তি হতে পারলি না বেচে থেকে  জীবনের প্রতিটা স্তরে স্তরে লুকিয়ে থাকা আনন্দ বেদনার এক অনুভূতি যেভাবে প্রমাণ করে যে বেঁচে  আছি আমি বেঁচে আছি সেভাবে কেন জীবনে বেঁচে উঠলি না বল সেভাবে কেন জীবনে বেঁচে থাকার হিসেব বুঝিয়ে দিলি না ব্যর্থতাকে ব্যর্থ স্বপ্ন কে জীবন কে তুই ই আমায় শেখালি  আজ বাঁচতে   হয়তো তোর বদলে  আমিও মরে যেতে পারতাম চার বন্ধুর মাঝে তো আমরা দুজন-ই  বেকার আছি জীবনের যন্ত্রণা আমাকেও বিদ্ধ করছিল রোজ সবচেয়ে বড় যন্ত্রণা বন্ধুহীন হয়ে এভাবে বাঁচা তবে আমি বাঁচব রেআমি তোর মতো ভীরু কাপুরুষ নই

আমি এবার বুঝে গেছি জীবনের সব-সব –হিস্যা নিজেকেই বুঝে নিতে হবে বেঁচে থেকেই এটা করতে হবে বঞ্চনার প্রতিবাদ করে জীবনের প্রতিটি পরতে পরতে  মোড় নিয়ে ই এবার গড়বো স্বপ্ন পূরণের জাহাজ যাত্রার  আয়োজন । তুই ধ্রুবতারা হয়ে সঙ্গে থাক আমি এবার দেখিয়ে দেবই দেখিয়ে দেবো কীভাবে মানুষ বাঁচে কীভাবে লড়াই করে হার না মেনে জীবন  সফল করা যায় আমাকে বাঁচতেই হবে। তোর জন্য বাঁচতে হবে আর হাজার হাজার মানুষ যারা তোর মত ভীরু হার মেনে নেয় তাদের জন্য আমি এই উঠে দাঁড়ালাম তোর কসম মাইরি এই দেখ বাঁচা কাকে বলে  হার মানবো না নিজের পায়ে দাঁড়াবো আমার ক্ষমতা আছে এতদিন বুঝিনি রে যখন বুঝলাম তুই নেই দুনিয়ায় , তখনই তোর এই হেরে যাওয়া র গল্প আমার কাছে হয়ে উঠুক বেঁচে ওঠার গল্প বন্ধু মরে গিয়ে বন্ধু কে শেখালো  বাঁচতে লড়াই করতে হার না মেনে জীবনকে বুঝিয়ে দিতে—- আমিও পারি

আমিও পারবো আমিও পারবো ।

    xxxxxxxxxxxx

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share