জল-কাজলের অক্ষর /Bengali romantic poetry /বাংলা কবিতা/ কিশোর মজুমদার

জল-কাজলের অক্ষর

কিশোর মজুমদার

অন্ধকার গলিপথ তোমার জন্য নয়

বড় রাস্তার ধার ঘেঁষে হেঁটে এসো

দেখবে , সময়ের মতো ছুটে যায় জীবনের ধারা ।

তুমি খুব একা

একাই তো চলতে হয়

ছন্দেরা বেমালুম আলাদা ক’রে রাখে ভালোবাসা ;

শব্দের আবিলতা তোমার জন্য নয়

ঘুরে এসো অনুভূতির ব্যালকনিতে

দেখবে , গাছের পাতায় পাতায়

কবিত্ব , প্রেম , অ-প্রেম দিগন্তে অমরতা খোঁজে ।

আজ কিছু বলো না তুমি

তোমার চোখের কোনায়

জল আর কাজলের রেখায়

যত অক্ষর আছে

তাতে আরেকটা মহাকাব্য হয়ে যাবে ।

##$$$$$$$$$$##

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share