সম্পর্কের সামিয়ানা/ প্রেমের কবিতা / কিশোর মজুমদার

সম্পর্কের সামিয়ানা

—– কিশোর মজুমদার

সব গল্পের শেষ থাকে না
যেমনটা নেই তোর আর আমার সম্পর্কের
শীত পেরিয়ে কোকিল যেমন
আগ বাড়িয়ে টেনে আনতে চায়
বসন্তের শামিয়ানাটাকে;
তেমনি তোর আমার সম্পর্কের কথকতা —

কলকাকলিতে আগ বাড়িয়ে কিছু একটা করে ফেলতে চায় ।

না-না — , তুই যা ভাবছিস তা নয়।

তোর এই বিষয়টা আমার খুব ভালো লাগে,
আরে ওই যে ন্যাকা ন্যাকার বদলে
সরাসরি বলে ফেলতে পারিস মুখ ফুটে।
তুই বর্ষা বিকেলের ঢেউ..
তুই ভোরের শিশির ভেজা গোলাপ…
আমার বৃষ্টি মেঘের ছাতা…
হুম, এসব যেন তুই কৈশোরেই পাস করে গেছিস।

কত ঝগড়া,
কত অমিল,
বেমানান গৃহস্থালি কল্পনা,
ফোন কেটে দিয়ে সুইচ অফ
Sorry টুকু বলতে না পারার ইগো প্রবলেম,
ছাড়াছাড়ি হবার দীর্ঘমেয়াদী অসহ্য কল্পনার ঊর্ধ্বে
এখনো তোকে ভালোবাসি।

প্রতিষ্ঠিত ক্যারিয়ার ,
হ্যান্ডসাম চেহারা,
বেশ মানানসই জুটি হবে-দের ফেলে
এই মন কেন বারবার তোর জন্যই অপেক্ষা ক’রে থাকে জানিস ?
তোকে ভালোবাসি বলে।

তোকে ভালোবাসি বলেই
এখনো বসন্ত বর্ষা দুটোই ভাল লাগে ।
তোর প্রিয় বর্ষা আর আমার প্রিয় বসন্তকে মিলিয়ে
আজও পারিনা কেন শিশির ভেজা শরৎ বানিয়ে তুলতে ?

এত অমিল এত ব্যবধান দুটি মনের
তবু তোকে , তোকে কেন ভালোবাসি এখনো জানিস ?
তুই তুই আর আমি আমি বলেই ।

আমরা আজও পারি না কি
বিপরীত দুটি তীরে মাঝে বয়ে চলা নদীর মতো
জীবনকে ভাটির স্রোতে ভাসিয়ে দিতে ?
পারি না বল ?

তোকে ভালোবাসি বলেই এখনো ভাবছি তোকে
তোকে ভালোবাসি বলেই এখনো Sorry বলতে আটকায়
তুই আমার ভেতর ঘরে উঁকি দিয়ে দেখ
সবকিছু রুটিনবাঁধা জীবনের আড়ালে বয়ে চলে ফল্গু স্রোত
সেখানেই তোরই জন্য অনন্তকাল
ভালোবাসার সীমাহীন কলতান ।

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share