প্রবেশাধিকার | বাংলা কবিতা

প্রবেশাধিকার
    – কিশোর মজুমদার

বাহিরদ্বার খুলে রেখেছি

কারো যেন আসবার কথা, 

বাহিরে অনেক পথিক 

যে কেউ আসুক , ঢুকুক 

বসে জিরিয়ে নিয়ে চলে যাক দূরে


শুধু আরেকটা গেট আগলে বসে আছি

প্রবেশাধিকার দেব বলে।

যেখানে ছিদ্র খুব কম 

উকি মারা যায় , কিন্তু 

প্রবেশাধিকার নেই সকলের।
    ——- *——-

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share