হাজার বছরের আড়াল || রোমান্টিক প্রেমের কবিতা

হাজার বছরের আড়াল

( ‘বিক্ষত প্রেমিকের ঝাউবন ’  সিরিজের কবিতা) 

কিশোর মজুমদার

অনেক পুরনো ঝাউ কথা-

তোমাকে ঘিরে রেখেছে মলিন জানালায়-

অনেক নিবিড় প্রত্যাবর্তন ঘটছে আমার রোজ

যতই তোমাকে ঘিরে , তোমাকে নিয়ে অনিবার্য আবরণ ভাঙতে চেয়েছি-

দূরত্বের ব্যবধান ভেঙে

অদৃশ্যতার দেয়ালে লিখে যেতে চেয়েছি-

ভালোবাসার স্লোগান;

যতবারই নিবদ্ধ হতে চেয়েছি –

রাত্রির খোলস মুক্ত নিশাবসানের শিশিরধ্বনিতে,

হাজার বছরের আড়াল ভাঙতে চেয়েছি বার বার;

ততই তুমি দূর থেকে দূরে-

আরো আরো দূরত্বের আড়ালে

নিজেকে ঘিরে ফেলছো বিস্মৃতির মর্মরতায়।

পাতা খসা স্মৃতিটুকু জল ছবির মতন

কাঁপতে থাকে বিরুদ্ধ বাতাসে-

আমি তোমাকে আঁকতে থাকি পাংশুটে সময়ের ক্যানভাসে।

একদিন সব স্মৃতিগুলো অতীত হবে-

একদিন সময় বলে যাবে তার বিস্মৃতির বিরহ গাথা,

বৈশাখী ঝড়ের মতন এক মুহূর্তে ভেসে যাবে

বাংলার নদী মাঠ ভাটফুলের দেশে জন্ম নেওয়া

এক প্রেমিকের স্লোগান ;

তুমি তখনও কি ইতিহাস কিনতে থাকবে

চাকচিক্যের জৌলুস মাখা সুখের বিনিময়ে ?

অন্ধকার হাতড়াতে হাতড়াতে

একবারও কি তোমার ফুলদানির ফুল

ছুঁয়ে থাকা স্মৃতির কাঁটা –

সূচ ফোটানোর মতো নগন্য যন্ত্রনায়

আনমনা করে দেবে না কি

তোমার গেরস্থালির তৈলচিত্রকে ?

যখন তুমি আলো .. যখন তুমি সুখের পাখি

যখন তুমি নিবিড় ভালোবাসা

তখন আমি অতীত আঁধার

তখন আমি ব্যঙ্গচিত্র

স্মৃতির ঘরে ফেলে আসা ।

হাজার বছর আড়াল থেকে

চুপটি করে যুগের নদী

ফল্গুধারায় বইছে তবু

যুগ যুগন্ত নিরবধি ।।

…………………………

কবিতাটির মনোজ্ঞ পাঠ শুনতে পারেন 👆👆👆
"আমিও পারি" কবিতার বই 

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

[বিষয়াবরণ👉 abritir kobita banglaamio pari kobitabangla kobita abrittibangla kobita lyricsbengali duet poemsBengali poetry for recitationdesattobodhok kobitamoktar chacha kobitaPremer kobitasomaj niye kobitaআধুনিক কবিতাআবৃত্তির কবিতাআবৃত্তির সেরা কবিতাআমিও পারি কবতাকিশোর মজুমদারের কবিতাদেশাত্মবোধক কবিতাবাংলা কবিতাবাংলা কবিতা রোমান্টিকমোক্তার চাচা, পাশাপাশি দুজন,

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share