পুনর্জন্ম | বাংলা কবিতা | কিশোর মজুমদার

 পুনর্জন্ম 

                   কিশোর মজুমদার

আমার চুপটুকু নিয়ে শুয়ে আছে মেঘ

মেঘ-মেঘ– অনন্ত মেঘ

দেহাতি মাঠ জুড়ে ঘুমিয়ে আছে বিসমিল্লা সানাই

আমি টুক করে জন্ম নেব মাঠের ভেতর;  

গ্রাম্য বালিকার শাড়ির আঁচলে সুখ দুঃখ 

চোরকাঁটা হয়ে গেঁথে আছে — সেলাই ফোঁড় ; 

পালপাড়ার মাঠে ন্যাংটো শিশুদুটো 

আনমনে শৈশব  জমা করতে থাকে  

আমার মুখর আমার মেঘ আমার অনন্ত বিছানায় 

এখনো অগুনতি ভাসান চলতে থাকে রোজ; 

         XXXXXXXXXXX

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

"আমিও পারি" কবিতার বই 

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share