ডাস্টবিন || বাংলা কবিতা || কিশোর মজুমদার

ডাস্টবিন

কিশোর মজুমদার

শহরের কোনে ডাস্টবিন –

আবর্জনাস্তুপ থেকে একটু সচ্ছ্বলতা টেনে বের করছে   

শহরতলীর মানুষ। 

খিদে-শখ-জৌলুসের খোসায় ভরতে থাকে ডাস্টবিন ।  

পৌরসভার সাফাইকর্মী গাড়ি নিয়ে আসে ,  

সুনসান ভোর-

আঁকশি নিয়ে ফুল চুরি করতে বেরোয় বুড়োবুড়ির দল । 

রূপ-লাবণ্যে রৌদ্র মুখর দিনে শহর সেজে ওঠে  । 

ডাস্টবিন আবার ভরতে থাকে , 

রূপ চুরি যায়

মনের ডাস্টবিনও ভরতে থাকে ,  

যেখানে পৌরসভার কোনো সাফাইকর্মীর ডিউটি 

দেওয়া হয় না ।

কিশোর মজুমদারের কবিতার তালিকা

"আমিও পারি" কবিতার বই 

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share