হরনাথের পিসি || ছোটোদের আবৃত্তির কবিতা

হরনাথের পিসি

কিশোর মজুমদার

স্পষ্ট কথা বলতে পারেন হরনাথের পিসি,
ঝগড়া ক্যাচাল করতে হলে দিব্যি তিনি খুশি।
সেই পিসিটাই আজকে যখন এলেন বাপের বাড়ি
সবাই তাকে তোয়াজ করে। আদর ছড়াছড়ি।
কিন্তু পিসির ভাল্লাগেনা মুখ করে চুল চুল
ঘন্টাখানেক বকলে তবেই সমস্ত উসুল
সবাই তাকে রেয়াত করে ঘ্যার ধ’রে না কেউ ।
তরকারিতে বাদাম কেন ? সর্ষে তেলের ঢেউ ?
ঘরের ভেতর জুতো কেন ? মোবাইল কেন বেড-এ ?
চুপ করে সব মুচকি হেসে তর্ক এরায় সেধে ।
— ওক্কে পিসি, ঠিক বলেছ । তোমার কথাই মানি,
সত্যি তুমি বললে বলে , আমরা অতো জানি ?
দু’দিন গেল স্পষ্ট কথায় , সবাই পিসির পক্ষে
ভাগ্যি পিসি টের পায়নি, এটাই সবার রক্ষে।

পরেরদিনই বললে পিসি সবার একি ব্যামো !
স্পষ্ট কথা যুক্তি টুক্তি কেউ বোঝে না , রামো !
চললাম আমি আর কভু নয় আজকে কাটুক রাত্রি
নাম লিখিয়ে পলিটিক্সেই হচ্ছি দলনেত্রী।

       ****

ছোটোদের আবৃত্তির জন্য কবিতা , হরনাথের পিসি , খুব মজার কবিতা, বাংলা নতুন কবিতার আবৃত্তির জন্য কিশোর মজুমদার এর কবিতা সার্চ করতে পারেন। এই ওয়েবসাইট অনেক কবিতা পেয়ে যাবেন। chotoder abrittir kobita,Kishore majumder, haranather pisi, bangla abrrittir kobita , notun bangla kobita , bangla kobita abriti,

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share