হরনাথের পিসি
কিশোর মজুমদার
স্পষ্ট কথা বলতে পারেন হরনাথের পিসি,
ঝগড়া ক্যাচাল করতে হলে দিব্যি তিনি খুশি।
সেই পিসিটাই আজকে যখন এলেন বাপের বাড়ি
সবাই তাকে তোয়াজ করে। আদর ছড়াছড়ি।
কিন্তু পিসির ভাল্লাগেনা মুখ করে চুল চুল
ঘন্টাখানেক বকলে তবেই সমস্ত উসুল
সবাই তাকে রেয়াত করে ঘ্যার ধ’রে না কেউ ।
তরকারিতে বাদাম কেন ? সর্ষে তেলের ঢেউ ?
ঘরের ভেতর জুতো কেন ? মোবাইল কেন বেড-এ ?
চুপ করে সব মুচকি হেসে তর্ক এরায় সেধে ।
— ওক্কে পিসি, ঠিক বলেছ । তোমার কথাই মানি,
সত্যি তুমি বললে বলে , আমরা অতো জানি ?
দু’দিন গেল স্পষ্ট কথায় , সবাই পিসির পক্ষে
ভাগ্যি পিসি টের পায়নি, এটাই সবার রক্ষে।
পরেরদিনই বললে পিসি সবার একি ব্যামো !
স্পষ্ট কথা যুক্তি টুক্তি কেউ বোঝে না , রামো !
চললাম আমি আর কভু নয় আজকে কাটুক রাত্রি
নাম লিখিয়ে পলিটিক্সেই হচ্ছি দলনেত্রী।
****
ছোটোদের আবৃত্তির জন্য কবিতা , হরনাথের পিসি , খুব মজার কবিতা, বাংলা নতুন কবিতার আবৃত্তির জন্য কিশোর মজুমদার এর কবিতা সার্চ করতে পারেন। এই ওয়েবসাইট অনেক কবিতা পেয়ে যাবেন। chotoder abrittir kobita,Kishore majumder, haranather pisi, bangla abrrittir kobita , notun bangla kobita , bangla kobita abriti,
কিশোর মজুমদারের কবিতার তালিকা👇
- আমিও পারি
- আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
- সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
- পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
- একটি প্রেমের গপ্পো
- সেই হাত কোথায়
- রাত্রি
- ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
- ফাঙ্ ফাঙা নাগে
- আকাশ ছোঁয়া
- ভালো থাকিস খোকা
- ভোর দেখব বলে
- ঝরা পাতার উত্তর
- মানে
- আলপিনের বাক্স
- একাকীত্বের অংশীদার
- কান্না মেশে দীঘির জলে
- সন্ধ্যাতারা
- হৃদয় ফুলদানি
- তোতন ভূত দেখেছে আজ
- জলের ভাষায় মুখরতা
- জল-কাজলের অক্ষর
- নক্ষত্রের রাতগুলি
- পোড়ো বাড়ি
- মেয়ে-পুতুলের জন্মান্তর
- মা, আমায় আরেকবার জন্ম দাও
- কেন তুই চলে গেলি
- কেমন আছে অপু দুর্গারা ?
- গুগল সব জানে
- প্রণয় গাথা
- মনের মফস্বলে
- সরলরেখায়
- ত্রাণ শিবির
- ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
- মোবাইল ফোন
- গোলাপ , ছুরি ও বন্দুক
- সাঁকো তলায় জলশব্দ
- তার চেয়ে চলো
- ব্যবধান
- সম্পর্কের সামিয়ানা
- ছাতা
- কোনো শর্ত নিষ্প্রয়োজন
- শিউলি ও শরৎ
- আগমনী
- স্বাধীনতা
- হরনাথের পিসি
- অভিমানী বর্ণমালা
- মেটে শরীরের খোলস
- বায়না
- যে বসন্ত চাইনি কোনোদিন
- তোমার তর্জনি ও আমার কম্পাস
- ডাক
- আহত ঘাসের শেকর
- মোক্তার চাচা
- বৃষ্টি নামার ছলে
- ভারতটা ঠিক কোন দিকে
- Sign Language ও বোবা আমি
- ডানা
- রাইকিশোরী
- কৌণিক কক্ষপথ
- মৃত্যু
- মনজঙ্গল
- বৃক্ষচ্ছায়া
- প্রবেশাধিকার