মোবাইল ফোন//ছোটদের আবৃত্তির কবিতা//Chhotoder Abrittir kobita

মোবাইল ফোন

কিশোর মজুমদার

বাবার মোবাইল ব্যস্ত ভীষণ

ফোন আসে ফোন যায়

মায়ের মোবাইল ভাসতে থাকে

লাইকের বন্যায়

দুইজনে দুই মোবাইল ফোনে

ডুবেই থাকে রোজ

এই দিকে যে কাঁদছে খুকি

কে রাখে তার খোঁজ ।

নতুন জামা নতুন খাবার

আর যত সব সাজ

ফটোগ্রাফার সেজে আমার

ফটো তোলাই কাজ ।

খেলা ফেলে তুলতে থাকি

নানান পোজের ফটো

ইলিশ ভাঁপা , মডেল সাজা

স্টাইল আছে আর যত।

একটুখানি খেলতে নিলেই

— হচ্ছেটা কী শুনি ?

বেবির হাতে মোবাইল কেন ?

দাও রেখে এক্ষুনি ।

আমার খেলার সঙ্গী কোথায় !

ওদের আছে ফোন

আমিই বুঝি প’ড়ে পাওয়া

চৌদ্দ আনার ধন

কী করি আর বল দিকিনি

লেখা-পড়া-আঁকায়

মনটা আমার হাঁপিয়ে ওঠে

কান্না পেয়ে যায় ।

নতুন জামা নতুন জুতো

জন্মদিনের কেক-এ

মডেল সেজে পোজ দিতে হয়

ঠোঁট্টে হাসি রেখে

নাচন কোঁদন সেল্ফি তোলা

ফেসবুকে সব পোস্টে

লাইকের পর লাইক জমে রোজ

আমার জমা কষ্টে ।

পরজন্মে দেখে নিস তুই

সত্যি বলছি শোন

হবই আমি বাবা মায়ের

প্রিয় মোবাইল ফোন ।

********

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share