Romantic Bangla Kobita/ একটি প্রেমের গপ্পো / কিশোর মজুমদার ।
দখিনা বাতাস আর খোলা জানালার
বিয়ে দিলে কেমন হয় ?
ওরা পরস্পরকে ভালোবাসে অনেকদিন থেকেই।
ওদের প্রেম যেন অবিনশ্বর ।
তোমরা কেউ জানো কি না জানি না
আমি জানি,
কত নিস্তব্ধ দুপুর
কত মধুযামিনীতে
দখিনা আসে অভিসারে —
সঙ্গে নিয়ে আসে নানা ফুলের সৌরভ
তার প্রেমিককে উপহার দিতে ।
আমি চুপচাপ দেখে যাই
শুনতে পাই ফিস্ফিস্ প্রেমালাপ
আমি খোলা জানালার বন্ধু ;
বন্ধুত্বের খাতিরে কখনো
একটা গোলাপ, – লাল একটা গোলাপ গুঁজে দিই
খোলা জানালার হাতে,
দখিনা এসে আলতো করে ছুঁয়ে যায়
হাত বুলিয়ে সোহাগ করে ;
প্রেম যেখানে, সেখানে মান-অভিমান নেই
তা কি আর হয় ?
সত্যি বলছি , সেদিন কি হল জানো –
এক প্রহর-দু’প্রহর-তিন প্রহর চলে যায়
দখিনার দেখা নেই –
সন্ধ্যা গড়িয়ে রাত –
উঁহু; আসেনি দখিনা –
তখন যদি খোলাকে গোমরা মুখে বসে থাকতে দেখতে
কান্নাই পেয়ে যেত ;
না হলেও একটু মন খারাপ তো হতই ।
আমি খোলার কাছে বসে চুপচাপ
দীর্ঘশ্বাস বিনিময় করতে থাকি ।
হঠাৎ দেখি – ঐ, ঐ তো দখিনা
এমন জ্যোৎস্না রাতে –
অভিমানিনী রাই-এর মতো পথ চলতে চলতে
আঁচল ছড়িয়ে, দু’ধারে গাছের পাতায়
আনমনে হাত বুলিয়ে আসছে ;
দ্যাখ্ – খোলা দ্যাখ্ –
ও এসেছে –
– তোর দখিনারে ।
কোনোদিন গভীর রাতে –
দখিনা বাতাস এসে কড়া নাড়ছে জানালায় ;
– ভুল ঠিকানা, বলে তাড়িয়ে দেয় সে বন্ধ জানালা
কি করবে, খোলা জানালা আর বন্ধ জানালা
দু’ভাই পরস্পর এতই বিরূপ যে
একজন যেখানে অপরকে তার ত্রিসীমানায়ও
পাবে না ।
বন্ধ জানালার কাছে খোলার খোঁজ করে
ফিরে গিয়ে দখিনা কান্দতে বসেছে ।
পরদিন খুব ভোরে,
যখন পাখিরা সব জাগে নি –
দোয়েলের ঘুম ভেঙেছে সবে
দখিনা এসে ঘুম থেকে ডেকে তুলল
খোলা জানালাকে
– তোমায় না দেখে থাকতে পারি না খোলা
তোমাকে খু-উ-ব ভালোবাসি
তারপর–
জড়িয়ে ধরা, চুমু
এই কাট্-কাট্-কাট্
আর বলা ঠিক হবে না
দোহাই তোমাদের
Please ওদের একটা ব্যবস্থা করো
নইলে হয়তো কোনোদিন –
অনেকদিন পরে কোনদিন
দখিনা বাতাস এসে নিয়ে চলে যাবে
খোলা জানালাকে
দূরে- বহু দূরে-
তখন A.C Room এ বসে
শুধু দীর্ঘশ্বাস পড়বে
দখিনা হাওয়ার জন্য
খোলা জানালার জন্য,–
তখন কিন্তু আমাকে দোষ দিও না –
ওদের পক্ষ হয়ে
আগেভাগেই খবরটা কিন্তু দিয়েছিলাম আমি ।
কিশোর মজুমদারের কবিতার তালিকা👇
- আমিও পারি
- আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
- সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
- পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
- একটি প্রেমের গপ্পো
- সেই হাত কোথায়
- রাত্রি
- ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
- ফাঙ্ ফাঙা নাগে
- আকাশ ছোঁয়া
- ভালো থাকিস খোকা
- ভোর দেখব বলে
- ঝরা পাতার উত্তর
- মানে
- আলপিনের বাক্স
- একাকীত্বের অংশীদার
- কান্না মেশে দীঘির জলে
- সন্ধ্যাতারা
- হৃদয় ফুলদানি
- তোতন ভূত দেখেছে আজ
- জলের ভাষায় মুখরতা
- জল-কাজলের অক্ষর
- নক্ষত্রের রাতগুলি
- পোড়ো বাড়ি
- মেয়ে-পুতুলের জন্মান্তর
- মা, আমায় আরেকবার জন্ম দাও
- কেন তুই চলে গেলি
- কেমন আছে অপু দুর্গারা ?
- গুগল সব জানে
- প্রণয় গাথা
- মনের মফস্বলে
- সরলরেখায়
- ত্রাণ শিবির
- ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
- মোবাইল ফোন
- গোলাপ , ছুরি ও বন্দুক
- সাঁকো তলায় জলশব্দ
- তার চেয়ে চলো
- ব্যবধান
- সম্পর্কের সামিয়ানা
- ছাতা
- কোনো শর্ত নিষ্প্রয়োজন
- শিউলি ও শরৎ
- আগমনী
- স্বাধীনতা
- হরনাথের পিসি
- অভিমানী বর্ণমালা
- মেটে শরীরের খোলস
- বায়না
- যে বসন্ত চাইনি কোনোদিন
- তোমার তর্জনি ও আমার কম্পাস
- ডাক
- আহত ঘাসের শেকর
- মোক্তার চাচা
- বৃষ্টি নামার ছলে
- ভারতটা ঠিক কোন দিকে
- Sign Language ও বোবা আমি
- ডানা
- রাইকিশোরী
- কৌণিক কক্ষপথ
- মৃত্যু
- মনজঙ্গল
- বৃক্ষচ্ছায়া
- প্রবেশাধিকার
ভাই Romantic Bangla Kobita টি খুব ভাল লাগলো যদি মন চায় আমার লেখা কিছু কবিতা পরে আসতে পারেন, আমার একটি ছোট সাইটে
http://kobitasor.blogspot.com
thanks