পঞ্চবাণ | বাংলা কবিতা

পঞ্চবাণ

               কিশোর মজুমদার

     ।।  সাচ্চা  ।। 

আমাকেও গিলে খেলি হারামির বাচ্চা 

আর কী কী খাবি আয়, খেয়ে যা 

আমার লাশ , শেষ কবর; আমার জানাজা 

সবই তোর , নাম তোর , কাম তোর সাচ্চা ।

     ।। কামনা ।।

উহু ; তুমি আর নেমো না গো মাঝি 

দেহতরী ডুবে যাক । তরী থেকে নেমো না

খিদে, রক্ত-খিদে, খিদে মেখে সং সাজি 

নূপুরের মতো পায়ে শুধু বেজে চলে কামনা ।

       ।। রূপ ।।

চোখ খুলে মরে যাই প্রত্যেকদিন 

মন খুলে ভুলে যাই কি ছিলাম কাল 

কাঠি দিয়ে খুঁচিয়েছি স্বপ্নে সেদিন 

অসহ্য সুন্দর রূপসীর গাল । 

    ।। খোলস ।।

মুখোশের কথা শুনি । কবিরাও তো বলে 

রাষ্ট্রের চোখ নেই – জলভরা চোখ 

বেঁচে উঠি এই দেশ খোলসের কোলে

কতবার মরে পাই শামুকের শোক ।

    ।। গর্ব ।।

গর্ব থুরি অহংকার করি না তো আমি 

কোনোদিন অহংকার করে না স্বদেশ 

বাঙালির বাণী আছে , সব কথা দামি 

অহংকার করেনা তো বাংলার প্রেস । 

                *******

কিশোর মজুমদারের কবিতার তালিকা 👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share