@ ডানা @| কিশোর মজুমদার | বাংলা কবিতা

       ডানা

কিশোর মজুমদার

অন্ধকারকে ডানা দিলে

সে উড়ে আসবে তোমার জানালায়।

আর তোমাকে ডানা দিলে

তুমি উড়ে যাবে অন্ধকারে,

আর দুজনকে ডানা দিলে 

উড়তে উড়তে 

অন্ধকার ও তুমি দুজনেই

মুখ থুবড়ে পড়বে আমার জানালায় ; 

 আমি তখন

 অন্ধকার ও তোমার গায়ে হাত বুলোতে বুলোতে 

গাইতে থাকবো 

…… নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল… 

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share