কৌণিক কক্ষপথ|| বাংলা নতুন কবিতা

কৌণিক কক্ষপথ

      –কিশোর মজুমদার 

আরেকবার দাঁড়ালাম ব্যালকনিতে

নিশ্ছিদ্র মেঘের বুনন , 

বৃত্তের বাইরে আমি ছড়িয়ে পড়তে যাচ্ছি

উষ্ণ অনুযোগের ঘুড়ি-সুতো পেঁচিয়ে আবার

 মুখ থুবড়ে থুবড়ে পাক খাচ্ছে শৈশব , 

থার্মোমিটারের পারদ থেমে গেছে বাঁকের মুখে ; 

আমি শীতল হতে শুরু করছি একটু একটু করে। 

বালিশ শুয়ে আছে মাথার কাছে 

জুতো হেঁটে যাচ্ছে গুনগুন গলিপথ

চেয়ার বসে ভাবছে শব্দকল্পদ্রুম  

ঘর হয়ে আছে গৃহবন্দি ।

শুধু আমি ব্যালকনির মত 

পরিযায়ী মেঘের টুকরোগুলোর ঠিক মাঝখানে 

দাঁড়িয়ে এঁকে যাচ্ছি বৃত্ত , রেখা , 

আমার কৌণিক কক্ষপথ ।

       *********

কিশোর মজুমদারের কবিতার সূচিপত্র

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share