কবিতার PDF Download link নিচে দেওয়া হল।
ফিরে এসো চয়নিকা
( ‘বিক্ষত প্রেমিকের ঝাউবন’ সিরিজের কবিতা)
কিশোর মজুমদার
অসংখ্য নীল
নীল-অসীমের মাঝখানে ছেঁড়া ছেঁড়া মেঘ
মেঘের মধ্যিখানে তোমার সব হাসি কেড়ে নিয়ে
নরম খুশির মতো চাঁদ
জ্যোৎস্নার মতো খুশি ছড়াচ্ছে চারদিকে ।
দেখো চয়নিকা
আমার এই আকাশটা আর আপন হলো না কখনো
সেই কবেকার কিশোরীবেলার কোজাগরী রাত
আস্তে আস্তে নারী হয়ে উঠলো – ঠিক তোমারই মতো।
গাছের পাতার ফাঁকে আলোছায়ার খেলা
পায়ে পায়ে শুকনো পাতার আওয়াজ
নিস্তব্ধতার পায়ে কথাকলি ঘুঙুর যেন
রাঙিয়ে তুললো সেই রাত।
আরও অনেকটা পথ আমরা যেতে পারতাম
আরও অনেকটা জীবন আমরা
কমলা রোদের উষ্ণতায় রাঙাতে পারতাম।
তুমি আর আমি অনন্ত পথের পথিক ;
এসো চয়নিকা
আরেকবার ফিরে এসো
চলো ফিরে যাই সেই আল-পথে
পুকর-ঘাট কাশবন পেরিয়ে যাই
আতুরে ডাইনির ঘর – রেলপথ পেরোতে পেরোতে
পেরিয়ে যাই আরও কিছুটা জীবন ;
এসো, হাত ধরো আরেকবার
আমাকে উঠে দাঁড়াতে বলো
চির রুগ্নতায় মর্মর আমার শরীর বেয়ে
ক্রমশঃ উঠে আসছে ক্ষয়ের ঘুণপোকা ,
নিস্তব্ধ রাতেই হোক আরেকবার
যাত্রাপথের শেষ পথিকের পথ-চলা ।
আমাকে জাগিয়ে দাও
আমাকে বাঁচিয়ে দাও
আমাকে কাঁদিয়ে দাও
আমাকে আমার মতো নয়
এবার তোমার – তোমার- তোমার মতো করে দাঁড় করাও।
সামনে হাত বাড়িয়ে দু’পা এগিয়ে আসতে বলো
একটুখানি তোমার দিকে ঝুঁকে এগিয়ে যাই
চয়নিকা–
মৃত্যুর শুরু হয়ে গেছে জন্মের কালেই
তাইতো নতুন কোনো মৃত্যু নেই আমার ।
আমাকে বাঁচিয়ে কাঁদিয়ে ভাসিয়ে দিয়ে যাও আরেকবার ;
আমার অনেক কান্না জমে আছে
হাত বাড়াও চয়নিকা
চয়না – আমার সুচয়না
হাত বাড়াও … আরেকবার–
আর একবার।।
……………………
কবিতাটির PDF টি ডাউনলোড করে নিন 👇👇👇
…………………………
কিশোর মজুমদারের কবিতার তালিকা 👇
আমিও পারি
আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
একটি প্রেমের গপ্পো
সেই হাত কোথায়
রাত্রি
ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
ফাঙ্ ফাঙা নাগে
আকাশ ছোঁয়া
ভালো থাকিস খোকা
ভোর দেখব বলে
ঝরা পাতার উত্তর
মানে
আলপিনের বাক্স
একাকীত্বের অংশীদার
কান্না মেশে দীঘির জলে
সন্ধ্যাতারা
হৃদয় ফুলদানি
তোতন ভূত দেখেছে আজ
জলের ভাষায় মুখরতা
জল-কাজলের অক্ষর
নক্ষত্রের রাতগুলি
পোড়ো বাড়ি
মেয়ে-পুতুলের জন্মান্তর
মা, আমায় আরেকবার জন্ম দাও
কেন তুই চলে গেলি
কেমন আছে অপু দুর্গারা ?
গুগল সব জানে
প্রণয় গাথা
মনের মফস্বলে
সরলরেখায়
ত্রাণ শিবির
ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
মোবাইল ফোন
গোলাপ , ছুরি ও বন্দুক
সাঁকো তলায় জলশব্দ
তার চেয়ে চলো
ব্যবধান
সম্পর্কের সামিয়ানা
ছাতা
কোনো শর্ত নিষ্প্রয়োজন
শিউলি ও শরৎ
আগমনী
স্বাধীনতা
হরনাথের পিসি
অভিমানী বর্ণমালা
মেটে শরীরের খোলস
বায়না
যে বসন্ত চাইনি কোনোদিন
তোমার তর্জনি ও আমার কম্পাস
ডাক
আহত ঘাসের শেকর
মোক্তার চাচা
বৃষ্টি নামার ছলে
ভারতটা ঠিক কোন দিকে
Sign Language ও বোবা আমি
ডানা
রাইকিশোরী
কৌণিক কক্ষপথ
মৃত্যু
মনজঙ্গল
বৃক্ষচ্ছায়া
প্রবেশাধিকার
গ্র্যাভিটি
ভোরের ট্রেন
ওড়না
তোমার তিন প্রহর
গান্ধর্ব
ডাস্টবিন
পুনর্জন্ম
পঞ্চবাণ
হাজার বছরের আড়াল
প্রেমের সংলাপ – ১ | আগুন
প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব
প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন
প্রেমের সংলাপ – ৪ | পাগলা কবির মুড
প্রেমের সংলাপ -৫ | অন্ধকারের প্রেমিক
প্রেমের সংলাপ – ৬ | রোদ ও বৃষ্টি
প্রেমের সংলাপ-৭ | শরীর না মন
প্রেমের সংলাপ-৮ | চয়নিকার ঘর
প্রেমের সংলাপ-৯ | রোম্যান্টিক একটা মেয়ে
{অনুসন্ধান👉প্রেমের কবিতা, premer kobita, bhalobasar kobira, কিশোর মজুমদারের কবিতা, আবৃত্তির কবিতা, বাংলা কবিতা, বিখ্যাত প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, গভীর প্রেমের কবিতা, সেরা প্রেমের কবিতা,}