শব্দহীন আমি পড়ে থাকি আজকাল ||আবৃত্তির কবিতা

 শব্দহীন আমি পড়ে থাকি আজকাল 

কিশোর মজুমদার

সেন্ট্রাল লাইব্রেরির সামনে সারাদিন বসে থাকলেও

যেমন ভালো পাঠক হওয়া যায় না 

তেমনি প্রিয়জনের সামনে সর্বদা থাকলেই

প্রিয়জন হওয়া যায় না । 

সাঁকো-তলা থেকে উঠে আসা বিন্দু বিন্দু জল

ভাওয়াইয়া গানের সঙ্গে মিলেমিশে 

পুঞ্জীভূত কথামালাকে গলিয়ে দিতে পারে যেভাবে ,

যেভাবে পলাশের পূর্ণিমায় অমলতাসের ডালে আর

 বাতাসের গায়ে আছড়ে পড়ে 

বাগদীপাড়ার আঠালো অন্ধকার ,

সেভাবে ভালোবাসা-পরাজয় বা ইন্তেজার কিংবা বীতশোক পাখিজন্মের মতো

 উগ্র প্রসাধন ধুইয়ে 

ক্যানভাসে আঁকতে পারে রোদ-গল্প-বৃষ্টি ।

একতারার সংলাপ জুড়ে ভাসমান 

মেট্রোর সুড়ঙ্গ অন্ধকার থেকে 

বেরিয়ে এসে , পোড়ো বাতায়ন কাঁপিয়ে 

তোমাকে ঈষদোঙ্কুরিত হতে দেখছি না হিরন্ময় ।

এখন পরিখার পর পরিখা রচনা ক’রে 

তোমাকে আমাকে দু’টো কাপের ব্যবধানে

এনে দাঁড় করাচ্ছে বিষণ্ণ সময় ।

তুমি অস্ফুট আবেগ ধার করে চলছো 

কার কাছে ? 

বিস্ময়ের কাগুজে আবির ঘিরে রয়েছে 

তোমাকে আজকাল । 

আমি শব্দহীন হয়ে পড়ে থাকি উৎকণ্ঠায় ।

…………………………………………….

"আমিও পারি" কবিতার বই 


কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share