বৃষ্টি নামার ছলে | বাংলা কবিতা |কিশোর মজুমদার

বৃষ্টি নামার ছলে

কিশোর মজুমদার

স্নানঘর থেকে ফিরে এলে
ভেজা চুলের ঝাপটায়
ইলশে গুড়ি । চোখ ভিজিয়ে দাও

ধ্যমরা হাবা কিশোর ছেলে
গরম চায়ের কাপটায়
ফু দিতে যাই । আড় চোখে তাই চাও ।

আকাশ মেঘের ডিপ কালারে
ঝিমঝিমা ঝিম দরজায়
বৃষ্টি দাঁড়ায় । মুখোমুখি চুপ করে

রাতও নামে বোকার মতন
গুনগুনানি গানটার
শেষটুকু থাক। দুটো রুটি দেই করে

আমরা দু’দান লুডুই খেলি
জোনাকিরা থাক জানলায়
জ্বলুক নিভুক। রাতটুকু থাক দূরে

সকাল হলে সরবো না হয়
দুধওয়ালা ডাক দিক
আমিই যাবো। গামলা হাতে করে

একশ দুশো বছর যদি
মুখোমুখি রাখি চোখ ,
হে বনলতা।শান্তি দিও নীড়ে

হাজার তো নয় লক্ষ বছর
বৃষ্টি নামার ছলে
ছুঁয়েই থেকো । তৃষ্ণা যদি ঘেরে

 XxxxxxxX
"আমিও পারি" কবিতার বই 


কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share