Bengali poetry for Kid/ছোটদের আবৃত্তির কবিতা /দুস্টু ছেলে / কিশোর মজুমদার

ঠাম্মা , তোমার ছেলে দেখো পড়তে বসে না

হোক না আমার বাবা, — তাই কি মানুষ হবে না ?

ড্রইং খাতা একটাও নেই , স্কুলেও যায় না মোটে

লেখা পড়ায় মন নেই তার , অফিস খেলতে ছোটে

আচ্ছা করে কানটি ধরে শাস্তি দিয়ে দাও

মোবাইল গেম খেলতে থাকে —-নাও না কেড়ে নাও ;

হাতের লেখা খারাপ হলেই মা যে আমায় বকে

এক নম্বর কাটা গেলেই , জল আসে তাই চোখে

বাবার মা তো তুমি , তবে বকে দাও না কেন ?

সব নম্বর পায় বুঝি ও, ভুল করে না কোন;

ইচ্ছে মত ঘুরে বেড়ায় , যা খুশি তাই করে

এইচ ডাবলু লিখে দাও না নামতা একশো ঘরের।

অল্প শাস্তিই দিও তবে , মেরো নাকো মোটে

দুষ্টু হলেও বাবা তো , তাই কষ্ট পাব তাতে ।

********

*** কিশোর মজুমদারের “আমিও পারি” বইটি এখুনি অনলাইনে অর্ডার করতে পারেনঃ Link  

Patrabharati:  website:https://bit.ly/3fFw3Uu

Amazon : https://amzn.to/3sWoRad

Flipkart: https://bit.ly/3wyKyiL 

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share