শরীর না মন !|| দ্বৈত আবৃত্তির প্রেমের কবিতা|| Bengali duet poem

শরীর না মন !

প্রেমের সংলাপ-৭

রুদ্র:– তুমি কোথায় থাকতে চাও ?

চয়নিকা:— তোমার মনে।

রুদ্র:—-কেন মনে কেন ?

চয়নিকা:— বা- রে ।  মনে না থাকলে থাকবো কোথায় ?

রুদ্র:— কেন সঙ্গী হয়ে পাশে থাকবে ।

চয়নিকা:—- সঙ্গী হয়ে ?  পালিয়ে যাও যদি ?

রুদ্র:—- না না । পালাতে যাবো কেন ?

চয়নিকা:— আরে বাবা , ধরো যদি পালিয়েই যাও ? 

রুদ্র:—বেশ ধরলাম । কিন্তু তাতে সমস্যা কোথায় ?

চয়নিকা:— আছে । কাঁধে হাতটা রাখবো , দেখবো তুমি নেই । কি আপদ ভাবো তো ?  একা ভয় পাবো– এদিকে তুমি নেই । তখন কি হবে ? 

রুদ্র:—- আরে এতে সমস্যা কোথায় ? নিজের পায়ে দাঁড়াবে । আর মনে খুব সাহস রাখবে– ব্যাস ।

চয়নিকা:— নিজের পায়ে দাঁড়াবো ?  মনে সাহস রাখবো ? ঠিক আছে কিন্তু যদি কোন কিছুর দরকার হয় ? যেগুলো , মানে যেসব আনতে আমি পারবো না ?

রুদ্র:— যেমন ? 

চয়নিকা:—যেমন ধরো বললাম …. ধরো বললাম…  আমাকে পুকুরের মাঝখান থেকে পদ্ম এনে দাও ।  কি সুন্দর ।  ওই সুন্দর আমার চাই । 

রুদ্র:— আহা এতে সমস্যা কোথায় ?

চয়নিকা:— আরে তুমি যদি পাশে না থাকো। তাই বলছিলাম যে আমি তো সাঁতার জানি না । তাছাড়া কাঁটায় ভরা , ঐ নোংরা জলে পদ্ম ফোটে , তুমি না থাকলে কে এনে দেবে বলো ?

রুদ্র:— ম্যাডাম, তাহলে হয় ওই সুন্দরের বাসনা ত্যাগ করতে হবে নয়তো ….. 

চয়নিকা:— নয়তো ? 

রুদ্র:— নয়তো নিজেকে সক্ষম করে তুলে তারপর ওই সুন্দরকে আপন করতে হবে ।

চয়নিকা:—- ঠিক আছে । কিন্তু যদি এমন কিছু দরকার হয় ….  কি বলি কি ….

রুদ্র:— বলো

চয়নিকা: —  ধরো, যেমন …..  ধরো চাল-ডাল-সবজি এগুলো –মানে…  যেসব জীবনের জন্য বাঁচার জন্য  লাগে… 

রুদ্র:—- ও এসব তো মামুলি ব্যাপার । অনলাইনে বুক করে দেবে ।  কলিং বেল টিপে দোরগোড়ায় দিয়ে যাবে । নাহলে বাজারে যাবে অটো টোটো ওসব আছে কোন চিন্তা নেই ।

চয়নিকা:— তার মানে তুমি বলতে চাইছো নিজের পায়ে দাঁড়াবো ?

 রুদ্র:— হুম

চয়নিকা:—-আর বলছ হয় সক্ষম হতে হবে , না হলে সুন্দরের বাসনা ত্যাগ করতে হবে ? 

রুদ্র:— বাঃ বেশ বুঝে গেছো দেখছি ।

চয়নিকা:—- ( রাগ করে) বলি , তাহলে ….তাহলে… তোমার দরকারটা কী শুনি ? 

রুদ্র: — আরে ওই যে বললাম পাশে থাকা সঙ্গী হয়ে । 

চয়নিকা:— ও তার মানে আমি চাকরি করব , বাজার করব ,  তুমি ….তুমি…. সঙ্গী হয়ে দেখবে শুধু ?

 রুদ্র:— আরে বাব্বা … শুধু দেখব কেন ? হাত লাগাবো কাজে । এমনকি রান্নাও করবো। ও… দাঁড়াও দাঁড়াও … তার মানে , তুমি কি পাশে থাকা মানে পরনির্ভর হয়ে থাকতে চাইছ ? আর তাই তুমি ভালোবাসাতেও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে চাইছ ? আর তাই বলেছো যে — থাকতে চাও শুধু মনে ।

চয়নিকা:— আমি বলছিলাম যে মনে রাখলেই তো সব হবে , পাশে থাকার অনেক দায়িত্ব। তুমি যা আলাভোলা মানুষ। তোমাকে আর এত চাপ নিতে হবে না। আর…

রুদ্র:—- ঠিক উল্টো । পাশে থাকলে তবেই মনেও থাকা যাবে বুঝলে ? পাশে মানে….  মনেরও পাশে … ছুঁয়ে ছুঁয়েও পাশে… বুঝেছো ?

 চয়নিকা:– হুম .. বুঝেছি বুঝেছি মশাই।

রুদ্র:– কি বুঝেছো বলো তো

চয়নিকা:— (গান ধরে) আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে….. (গাইতে গাইতে রুদ্রকে চিমটি দেয়)

রুদ্র:— আহ লাগছে । আস্তে আস্তে ।

চয়নিকা:- হা হা হা । তুমি … তুমি .. তুমি একটা …


     XxxxxxxX 

দেখে নিতে পারেন 👇

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

“আমিও পারি” কবিতার বইটি সংগ্রহ করতে পারেন অনলাইনে । কাব্যটির ভূমিকা লিখেছেন কবি শ্রীজাত।

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share