ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না/ Bangla abrittir premer kobita

( আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা )

ভালোবাসার মানে অভিধান দেখে শেখা যায় না

——কিশোর মজুমদার

ভালোবাসার মানে অভিধান দেখে শেখা যায় না

আর ছুঁয়ে থাকলেও

মনের দূরত্ব মিলিমিটারে মাপা যায় না ।

তুমি যেখানে দাঁড়িয়েছ

তুমি যেখানে হেঁটেছ রোজ

সন্ধ্যার ধুলো জড়িয়ে

যেখানে পড়ে আছে তোমার বিষণ্ণ ভাবছায়া

হয়তো সেখানে তোমার ভালোবাসা

চুপ করে পড়ে আছে অভিমানের মতো ।

গাছের নীচে দাঁড়ালেই ছায়া পাওয়া যায় না

রোদ্দুর কতটা বাঁক নিয়েছে বিকেলে

তার উপর নির্ভর করে  ।

তোমার ভালোবাসা

ঝড়ো বাতাস নয় যে ভাসিয়ে নেবে

পরমাণু বোমা নয় যে উড়িয়ে দেবে

ঘাস, পাথর আর শেকড় ছেঁড়া গাছগুলোর মত

দাঁড়িয়ে থাকবে

তোমার অন্ধকারের পথিক

আলোর সুড়ঙ্গ      গান ।

 ওড়না ওড়ানো     ভালোবাসা ।

দেখলে তো ,  অমলকান্তির রোদ্দুর হয়ে ওঠা হল না

নাদের আলিও কথা রাখে নি

কথা রাখে নি বরুনাও

কেউ না —কেউ না —-কেউ না

কথা রাখবে না কেউই

ভালোবাসাও কথা রাখে না ।

আচ্ছা বলো তো

ভালোবাসার কী দায় পড়েছে তোমার কথা রাখার ?

ভালোবাসার কী দায় পড়েছে

তোমার রূপ যৌবন নিয়ে

আর কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত বানিয়ে

দেয়ালে দেয়ালে

বিজ্ঞাপনের ঝুল কালি মেখে পড়ে থাকার ?

শাহজাহান তাজমহল বানালেন

আমরাও অনেক তাজমহল গড়ছি রোজ ।

ভালোবাসার তাজমহল ।

আর ভালোবাসার সুন্দর সুন্দর তাজমহল বানাতে

গিয়ে

ভালোবাসাকে সমাধি দিতে থাকি রোজ

একটু একটু করে ।

তুমি কী বুঝবে ভালোবাসার মানে ?

তুমি কী করে জানবে

 ক্ষয়ে যাওয়া পচে যাওয়া

ইচ্ছে আর স্বপ্নের পলিমাটিতে উর্বর

এই মনের বাগানবাড়িতে আজ কীভাবে

দোলনায় বসে দোল খায়  আমার ভালোবাসা ।

আজও সূর্য ওঠে

আজও বৃষ্টি পড়ে আমার ঘাস বাগানে ।

অনেক বই পড়লেই ভালোবাসা শেখা যায় না

ভালোবাসার মানে

কোনো অভিধান থেকে শেখা যায় না ।

দেখো ,  স্থান কাল এর উর্ধে

চিরন্তন মনভূমিতে অজর , অক্ষয় হয়ে আছে আমার ভালোবাসা ।

আমার ভালোবাসা তাজমহলের চেয়েও বড়

আমার ভালোবাসা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু

আমার ভালোবাসা মারিয়ানার চেয়েও গভীর

সেটা বুঝতে হলে

রমানাথ বিশ্বাস কিংবা রাধনাথ সিকদার হতে হবে না,

একটা মানুষ প্রয়োজন

শুধু একটা মানুষ

যার মধ্যে একটা উচ্ছ্বসিত ঝর্ণার মত মন আছে ।

আর তুমি সেই মানুষটা হতে পারো নি কোনোদিন ।

Thank You

tags:

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

bangla kobita rabindranath

bangla romantic kobita

maya bangla kobita

bangla kobita sms

bangla kobita lekha

bangla kobita bangladesh

bangla kobita pdf

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share