Romantic Bangla Kobita/একটি প্রেমের গপ্পো/ কিশোর মজুমদার ।

Bangla Kobita Ekti Premer Golpo Kishore Majumder

 Romantic Bangla Kobita/কটি প্রেমের গপ্পো / কিশোর মজুমদার । 

দখিনা বাতাস আর খোলা জানালার
বিয়ে দিলে কেমন হয় ?
ওরা পরস্পরকে ভালোবাসে অনেকদিন থেকেই।
ওদের প্রেম যেন অবিনশ্বর ।

তোমরা কেউ জানো কি না জানি না
আমি জানি,
কত নিস্তব্ধ দুপুর
কত মধুযামিনীতে
দখিনা আসে অভিসারে —
সঙ্গে নিয়ে আসে নানা ফুলের সৌরভ
তার প্রেমিককে উপহার দিতে ।

আমি চুপচাপ দেখে যাই
শুনতে পাই ফিস্ফিস্ প্রেমালাপ

আমি খোলা জানালার বন্ধু ;
বন্ধুত্বের খাতিরে কখনো
একটা গোলাপ, – লাল একটা গোলাপ গুঁজে দিই
খোলা জানালার হাতে,
দখিনা এসে আলতো করে ছুঁয়ে যায়
হাত বুলিয়ে সোহাগ করে ;

প্রেম যেখানে, সেখানে মান-অভিমান নেই
তা কি আর হয় ?
সত্যি বলছি , সেদিন কি হল জানো –
এক প্রহর-দু’প্রহর-তিন প্রহর চলে যায়
দখিনার দেখা নেই –
সন্ধ্যা গড়িয়ে রাত –
উঁহু; আসেনি দখিনা –
তখন যদি খোলাকে গোমরা মুখে বসে থাকতে দেখতে
কান্নাই পেয়ে যেত ;

না হলেও একটু মন খারাপ তো হতই ।

আমি খোলার কাছে বসে চুপচাপ
দীর্ঘশ্বাস বিনিময় করতে থাকি ।

হঠাৎ দেখি – ঐ, ঐ তো দখিনা
এমন জ্যোৎস্না রাতে –
অভিমানিনী রাই-এর মতো পথ চলতে চলতে
আঁচল ছড়িয়ে, দু’ধারে গাছের পাতায়
আনমনে হাত বুলিয়ে আসছে ;
দ্যাখ্ – খোলা দ্যাখ্ –
ও এসেছে –
– তোর দখিনারে ।

কোনোদিন গভীর রাতে –
দখিনা বাতাস এসে কড়া নাড়ছে জানালায় ;
– ভুল ঠিকানা, বলে তাড়িয়ে দেয় সে বন্ধ জানালা
কি করবে, খোলা জানালা আর বন্ধ জানালা
দু’ভাই পরস্পর এতই বিরূপ যে
একজন যেখানে অপরকে তার ত্রিসীমানায়ও
পাবে না ।
বন্ধ জানালার কাছে খোলার খোঁজ করে
ফিরে গিয়ে দখিনা কান্দতে বসেছে ।

পরদিন খুব ভোরে,
যখন পাখিরা সব জাগে নি –
দোয়েলের ঘুম ভেঙেছে সবে
দখিনা এসে ঘুম থেকে ডেকে তুলল
খোলা জানালাকে
– তোমায় না দেখে থাকতে পারি না খোলা
তোমাকে খু-উ-ব ভালোবাসি
তারপর–
জড়িয়ে ধরা, চুমু
এই কাট্-কাট্-কাট্
আর বলা ঠিক হবে না

দোহাই তোমাদের
Please ওদের একটা ব্যবস্থা করো
নইলে হয়তো কোনোদিন –
অনেকদিন পরে কোনদিন
দখিনা বাতাস এসে নিয়ে চলে যাবে
খোলা জানালাকে
দূরে- বহু দূরে-

তখন A.C Room এ বসে
শুধু দীর্ঘশ্বাস পড়বে
দখিনা হাওয়ার জন্য
খোলা জানালার জন্য,–
তখন কিন্তু আমাকে দোষ দিও না –
ওদের পক্ষ হয়ে
আগেভাগেই খবরটা কিন্তু দিয়েছিলাম আমি ।

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share