Bengali Poetry By Kishore Majumder/কবিতা : আমিও পারি । কবি:কিশোর মজুমদার | Bangla Kobita Amio Pari

কবিতা : আমিও পারি

 কিশোর মজুমদার 

*** কিশোর মজুমদারের “আমিও পারি” বইটি এখুনি অনলাইনে অর্ডার করতে পারেনঃ Link 👇 

Patrabharati:  website:https://bit.ly/3fFw3Uu

Amazon : https://amzn.to/3sWoRad

Flipkart: https://bit.ly/3wyKyiL 

তোমার জন্যই আজ আমার রাত জাগার রুটিন
তোমার জন্যই আমি শুনতে শুরু করেছি
বাংলা আর্ট ফিল্মের গান –
তোমার জন্যই আমি টুকরো টুকরো করেছি
নিজেকে,
তোমার ছাঁচে নোতুন ক’রে গড়বার আশায়
স্বপ্নগুলোকে তা দিয়েছি অতন্দ্র প্রহরায়
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে
সরিয়ে রেখেছি নিজেকে ।
নিজেকে লক্ষ্যভেদী অর্জুনের মতো
মনে হতো মাঝে মাঝে ।
তোমার জন্য । হ্যাঁ তোমার-ই জন্য
তোমার কথাতেই কেবল ফেসবুক থেকে
তুলে নিয়েছি সব Single ছবি –
কেবল বাবা মার সাথে পুজো দেখা
আর ক’টা গ্রুপ ছবি, তার সাথে
মিকি মাউস, ঢেডি বিয়ার, কিছু ফুলের
ছবি আর – আর তোমার ঐ
মহাপুরুষের মতো বাণী-র স্ক্রিন শট
–এসবই ঝুলছে ফটো ফাইল-এ ।
বেশ আনন্দিত ছিলাম –
খুশি হয়েছিলাম তোমার
ভাবনায় নিজেকে সবার থেকে অনন্যা
করে তুলতে । বিশ্বাস করেছিলাম যে,
ফেসবুক ? ছুঁ ! রাত জেগে ? বয়স পঁচিশ পেরিয়েছে — হা – হা – হা –
তোমার ঐ অট্টহাসিটা হাল্কা হাওয়ায়
যেভাবে মিলিয়েছিলে সেদিন –
ভারি অবাক হচ্ছিলাম আমি ।

অবাক হবার আজ আর কি থাকতে পারে বলো ?
আমি মিলিদি নই যে সিঁথিতে সিঁদুর নিয়ে

মরা নদীর তটের মতো প্রহর গুনবো ।
সেলাই দিদিমণি ? সে অশ্রু বিগলিত

পাষাণ বাঁধা ঝর্না আমি নই-ই ।
নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে
যতবার চেষ্টা করেছি পা ফসকাতে ফসকাতে
তোমার ঘাড়েই হাতটা রেখেছিলাম।
বিশ্বাস করো সত্যিই আমি
দাঁড়াতে পারছিলাম না তোমায় ছাড়া ।

আমি জানতামই না কোন্ রঙের শাড়ি
আমায় এতোটা ভালো মানায় ?
কোন্ রঙের টিপ পরে চুল ছেড়ে দিয়ে
দখিনা হাওয়া মনে হয় ।
হুম্ … জিন্স টপ এ বড়ো বেঢপ লাগে
তাই না । তুমিই আমায় চুড়িদার
আর বাহারি ওড়নায় অনন্যা করে
তুলেছিলে – মানতেই হবে 

জানো তো  মা-ও   আমার আলট্রা মডার্ন

থেকে Classical গাম্ভীর্যে উত্তরণ দেখে
বুঝে গেছিলেন যাক্ ভালো ছেলের-ই
পাল্লায় পড়েছে মেয়ে তার ।

আমাকে তুমি তোমার মতো করে গড়তে
গড়তে-ই তুমি বুঝে গেছো আমাকে –
বুঝে গেছো আমার দৌড় ।

বুকে পাথর বেঁধে –
দগদগে ঘায়ে সারারাত চোখের জলের নুন মেখে

নিজেকে জ্বালাতে জ্বালাতে
তবুও অভিশাপ দিতে পারিনি তোমায় –

“আমার মধ্যে আগুন আছে — আগুন ”
আজকে বুঝেছি ঠিক-ই বলেছিলে –
ভেতরের আগুন থেকে উত্তাপটুকু নিয়েছিলে
তুমি – জ্বলে পুড়ে খাক্  হয়ে

আমি আজ মরা উনুন হয়ে বসে আছি ।

জানি ভদ্র সমাজ পরিবার সেখানে

নতুন করে জ্বালবে আগুন
সানাই – বেনারসী – হাজারো লোকের উত্তাপ নেবে তার –
কাকে বোঝাই কে বুঝবে বলো –
এক বুক আগুন নিয়ে উনুন কীভাবে নিজেকে
পোড়াতে পোড়াতে ভেতরে স’য়ে  স’য়ে
মরুভূমি হতে থাকে …

ভালো থেকো , এতো বড়ো চাকরি তোমার
অবকাশ কোথায় আর !
আর তোমার বিয়ে করা নববধূ স্ত্রী
শ্রীতমাকে নিয়ে সুখে থেকো । 

একটা কথা ভাবলে অবাক লাগে –
চাকরিটা পাইনি বলেই কি

আমি দক্ষিণা হাওয়া থেকে দুর্গন্ধে পরিণত হলাম!

তোমাকে Online দেখি, বুঝি তো , সব বুঝি আমি ।

সময় দিয়েছ ঠিকই ; কিন্তু আমি যে টিচার হবো !

কি করবো এতদিন অপেক্ষা করেও

নানা কেস কামারি রাজনীতিতে

আমার পথটাই লম্বা হয়ে গেলো শুধু । 

অনেক পড়েছি , অনেকভাবে …
ভালো প্রস্তুতি আমার , বিশ্বাস করো
যদি ভালোয় ভালোয় সবটুকু হয় –
আমি চাকরিটা পাচ্ছিই ।
জীবনে সত্যিই দাঁড়াবো আমি — দেখে নিও ।
Sorry , তুমি কী দেখবে আর !
তবে আমি দেখতে পাচ্ছি —

আমার  স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়েছি –

তবু একা লাগে – ভীষণ একা …!
ভাবতে তবু চেষ্টা করছি ছোটো ছোটো
ছাত্র/ছাত্রীদের পড়াচ্ছি – আর মুখ ফসকে
অপ্রাসঙ্গিকভাবেই  বলে ফেলছি …
তোমার জীবনে মানুষকে মানুষের মর্যাদা দিও
টাকা রোজগারের মাত্রা দিয়ে নয় –
আর মেয়েরা , নিজের পায়ে না দাঁড়ালে
এই সমাজে উচ্ছিষ্টের মতো
অস্তিত্ব নিয়ে থাকতে হবে তোমাদের ।
তাই দাঁতে দাঁত চেপে বলো –
আমিও পারি – আমিও পারবো …
আমিও পারবই পারবো …

থাক্ ছাড়ো এতো ভাবা ঠিক নয় ।

 কাল Written  Exam.    ,   ঘুমুতে হবে ।

রাত জাগার রুটিনটা
আর বদলাতে পারলাম না গো ।

****************

Tags: amio pari kobitar lyrics, amio pari kobita, আমিও পারি কবিতার লিরিক, কিশোর মজুমদারের কবিতা, আমিও পারি, 

Amio Pari Kobita

https://www.youtube.com/watch?v=kYxVH4uVkYk

কিশোর মজুমদারের কবিতার তালিকা👇

About the Author: Kishore Majumder

You might like

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share