( আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা )
ভালোবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
——কিশোর মজুমদার
ভালোবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
আর ছুঁয়ে থাকলেও
মনের দূরত্ব মিলিমিটারে মাপা যায় না ।
তুমি যেখানে দাঁড়িয়েছ
তুমি যেখানে হেঁটেছ রোজ
সন্ধ্যার ধুলো জড়িয়ে
যেখানে পড়ে আছে তোমার বিষণ্ণ ভাবছায়া
হয়তো সেখানে তোমার ভালোবাসা
চুপ করে পড়ে আছে অভিমানের মতো ।
গাছের নীচে দাঁড়ালেই ছায়া পাওয়া যায় না
রোদ্দুর কতটা বাঁক নিয়েছে বিকেলে
তার উপর নির্ভর করে ।
তোমার ভালোবাসা
ঝড়ো বাতাস নয় যে ভাসিয়ে নেবে
পরমাণু বোমা নয় যে উড়িয়ে দেবে
ঘাস, পাথর আর শেকড় ছেঁড়া গাছগুলোর মত
দাঁড়িয়ে থাকবে
তোমার অন্ধকারের পথিক
আলোর সুড়ঙ্গ গান ।
ওড়না ওড়ানো ভালোবাসা ।
দেখলে তো , অমলকান্তির রোদ্দুর হয়ে ওঠা হল না
নাদের আলিও কথা রাখে নি
কথা রাখে নি বরুনাও
কেউ না —কেউ না —-কেউ না
কথা রাখবে না কেউই
ভালোবাসাও কথা রাখে না ।
আচ্ছা বলো তো
ভালোবাসার কী দায় পড়েছে তোমার কথা রাখার ?
ভালোবাসার কী দায় পড়েছে
তোমার রূপ যৌবন নিয়ে
আর কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত বানিয়ে
দেয়ালে দেয়ালে
বিজ্ঞাপনের ঝুল কালি মেখে পড়ে থাকার ?
শাহজাহান তাজমহল বানালেন
আমরাও অনেক তাজমহল গড়ছি রোজ ।
ভালোবাসার তাজমহল ।
আর ভালোবাসার সুন্দর সুন্দর তাজমহল বানাতে
গিয়ে
ভালোবাসাকে সমাধি দিতে থাকি রোজ
একটু একটু করে ।
তুমি কী বুঝবে ভালোবাসার মানে ?
তুমি কী করে জানবে
ক্ষয়ে যাওয়া পচে যাওয়া
ইচ্ছে আর স্বপ্নের পলিমাটিতে উর্বর
এই মনের বাগানবাড়িতে আজ কীভাবে
দোলনায় বসে দোল খায় আমার ভালোবাসা ।
আজও সূর্য ওঠে
আজও বৃষ্টি পড়ে আমার ঘাস বাগানে ।
অনেক বই পড়লেই ভালোবাসা শেখা যায় না
ভালোবাসার মানে
কোনো অভিধান থেকে শেখা যায় না ।
দেখো , স্থান কাল এর উর্ধে
চিরন্তন মনভূমিতে অজর , অক্ষয় হয়ে আছে আমার ভালোবাসা ।
আমার ভালোবাসা তাজমহলের চেয়েও বড়
আমার ভালোবাসা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু
আমার ভালোবাসা মারিয়ানার চেয়েও গভীর
সেটা বুঝতে হলে
রমানাথ বিশ্বাস কিংবা রাধনাথ সিকদার হতে হবে না,
একটা মানুষ প্রয়োজন
শুধু একটা মানুষ
যার মধ্যে একটা উচ্ছ্বসিত ঝর্ণার মত মন আছে ।
আর তুমি সেই মানুষটা হতে পারো নি কোনোদিন ।
Thank You
tags:
কিশোর মজুমদারের কবিতার তালিকা👇
- আমিও পারি
- আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
- সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
- পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
- একটি প্রেমের গপ্পো
- সেই হাত কোথায়
- রাত্রি
- ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
- ফাঙ্ ফাঙা নাগে
- আকাশ ছোঁয়া
- ভালো থাকিস খোকা
- ভোর দেখব বলে
- ঝরা পাতার উত্তর
- মানে
- আলপিনের বাক্স
- একাকীত্বের অংশীদার
- কান্না মেশে দীঘির জলে
- সন্ধ্যাতারা
- হৃদয় ফুলদানি
- তোতন ভূত দেখেছে আজ
- জলের ভাষায় মুখরতা
- জল-কাজলের অক্ষর
- নক্ষত্রের রাতগুলি
- পোড়ো বাড়ি
- মেয়ে-পুতুলের জন্মান্তর
- মা, আমায় আরেকবার জন্ম দাও
- কেন তুই চলে গেলি
- কেমন আছে অপু দুর্গারা ?
- গুগল সব জানে
- প্রণয় গাথা
- মনের মফস্বলে
- সরলরেখায়
- ত্রাণ শিবির
- ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
- মোবাইল ফোন
- গোলাপ , ছুরি ও বন্দুক
- সাঁকো তলায় জলশব্দ
- তার চেয়ে চলো
- ব্যবধান
- সম্পর্কের সামিয়ানা
- ছাতা
- কোনো শর্ত নিষ্প্রয়োজন
- শিউলি ও শরৎ
- আগমনী
- স্বাধীনতা
- হরনাথের পিসি
- অভিমানী বর্ণমালা
- মেটে শরীরের খোলস
- বায়না
- যে বসন্ত চাইনি কোনোদিন
- তোমার তর্জনি ও আমার কম্পাস
- ডাক
- আহত ঘাসের শেকর
- মোক্তার চাচা
- বৃষ্টি নামার ছলে
- ভারতটা ঠিক কোন দিকে
- Sign Language ও বোবা আমি
- ডানা
- রাইকিশোরী
- কৌণিক কক্ষপথ
- মৃত্যু
- মনজঙ্গল
- বৃক্ষচ্ছায়া
- প্রবেশাধিকার