বৃক্ষছায়া
— কিশোর মজুমদার
স্রোতধারা বয়ে যায়
পিপাসা কখনো ফুরোয় না ।
গায়ে হলুদ , আঁশবটিতে লেগে থাকা কুচো মাছ , ক্রেতার হাসিমুখ, সেলাই মেশিনের কেটে পড়া সুতো,
মায়ের থুতনির জরুলের মতো
হিসেব-হীন তর্ক বাঁধাতে না পারলে
যাদের পেটের ভাত হজম হয় না
তাদের নৌকোয় ফুটো থাকে না ।
ইস্পাতের তাকত পিঠে নিয়ে
পাটের বোঝা পুকুর ধারে রেখে
বুড়ো অর্জুনতলায়
বিড়িতে সুখটান দিয়ে যায়
রায় বাড়ির বছরমারা কামলা টুরু ।
বৃক্ষছায়া লম্বা হবার আগ পর্যন্তই
তার এই জীবন বিলাস চলবে।
—–*——
কিশোর মজুমদারের কবিতার সূচিপত্র
কিশোর মজুমদারের কবিতার তালিকা👇
- আমিও পারি
- আমিও পারি ২ / (শুধু তোমারই জন্য)
- সম্পর্কের সামিয়ানা – প্রেমের কবিতা
- পরবাসী – আবৃত্তির বাংলা কবিতা
- একটি প্রেমের গপ্পো
- সেই হাত কোথায়
- রাত্রি
- ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন
- ফাঙ্ ফাঙা নাগে
- আকাশ ছোঁয়া
- ভালো থাকিস খোকা
- ভোর দেখব বলে
- ঝরা পাতার উত্তর
- মানে
- আলপিনের বাক্স
- একাকীত্বের অংশীদার
- কান্না মেশে দীঘির জলে
- সন্ধ্যাতারা
- হৃদয় ফুলদানি
- তোতন ভূত দেখেছে আজ
- জলের ভাষায় মুখরতা
- জল-কাজলের অক্ষর
- নক্ষত্রের রাতগুলি
- পোড়ো বাড়ি
- মেয়ে-পুতুলের জন্মান্তর
- মা, আমায় আরেকবার জন্ম দাও
- কেন তুই চলে গেলি
- কেমন আছে অপু দুর্গারা ?
- গুগল সব জানে
- প্রণয় গাথা
- মনের মফস্বলে
- সরলরেখায়
- ত্রাণ শিবির
- ভালবাসার মানে অভিধান দেখে শেখা যায় না
- মোবাইল ফোন
- গোলাপ , ছুরি ও বন্দুক
- সাঁকো তলায় জলশব্দ
- তার চেয়ে চলো
- ব্যবধান
- সম্পর্কের সামিয়ানা
- ছাতা
- কোনো শর্ত নিষ্প্রয়োজন
- শিউলি ও শরৎ
- আগমনী
- স্বাধীনতা
- হরনাথের পিসি
- অভিমানী বর্ণমালা
- মেটে শরীরের খোলস
- বায়না
- যে বসন্ত চাইনি কোনোদিন
- তোমার তর্জনি ও আমার কম্পাস
- ডাক
- আহত ঘাসের শেকর
- মোক্তার চাচা
- বৃষ্টি নামার ছলে
- ভারতটা ঠিক কোন দিকে
- Sign Language ও বোবা আমি
- ডানা
- রাইকিশোরী
- কৌণিক কক্ষপথ
- মৃত্যু
- মনজঙ্গল
- বৃক্ষচ্ছায়া
- প্রবেশাধিকার