নিরাসক্ত আঙ্গুল । কিশোর মজুমদার। বাংলা কবিতা ২০২০

Nirasokto Angul

চৈত্রের দুপুর ছুঁয়ে
পলাশের বিবর্ণ লজ্জায়
হৃদয় নগরীর পত্তন তবু তুমি করেছিলে ,
মেঘের বর্ণমালায় লিখেছিলে পুষ্পিত আবেগ ।

আমাদের বাসনার বৈভব
আমাদের চিলেকোঠা থেকে সঞ্চারিত আকাশ
হৃদয়ের একমুঠি দানে
কান্নার শীত তবু রচনা করেছিল
আনন্দিত ঝড়ের সম্ভার ।

আজও একান্নবর্তিনীর ইশারায় মোম গ’লে চলে
আমাদের দৈনন্দিন প্রাসাদের মৌনতায় —
নিরাসক্ত আঙ্গুল ছুঁয়ে জমতে থাকে চান্দ্র আলাপন ।


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share