আহত ঘাসের শেকড়
কিশোর মজুমদার
দুপুর থেকে টানা বৃষ্টি
সঙ্গে মেঘ , আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া ।
ঝোড়ো হাওয়ায় দুলতে দুলতে
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে
লম্বা বলে গর্বিত ঘাসেদের কোমল পাতা ।
মাঠের পাশে নাবাল জমি
জমি ঘিরে ফসলের যত্ন
ঘাসের পাশে শুকনো অযত্ন
অযত্নের হাতে বিরুদ্ধ বাতাসের চাবুক ।
দুটো ঘাস ফড়িং উড়ছে
কিন্তু বারবারই পড়ে যাচ্ছে দমকা
বাতাসের দাপে ।
সত্যি আহত ঘাসের উপর
ঘাসফড়িং দুটো আছড়ে পড়তে পড়তে
ফিরে যাচ্ছে বিকেলে -সন্ধ্যায় –রাতের দিকে —
আমিও দুপুর থেকে দেখতে দেখতে
অপেক্ষা করতে শিখে গেছি ।
সন্ধ্যা , রাত আর রাত শেষের
বিনিদ্র উপাখ্যান বুকে নিয়ে–
ভাসতে থাকি ঝোড়ো গল্পের ফুল কুঁড়ি পাতায় পাতায় ।
তুমি যতক্ষণ ঝোড়ো হাওয়া —
ততক্ষণই আমার দু’চোখ ভেজা–
কলমের কালি লিখতে থাকে
গান গল্প বাতাসের ঘাসফড়িং ডানা
আর বাকিটা —
আহত ঘাসের শেকড়ে লুকোনো অভিমান ।
@@@@@@@XXXXX@@@@@@@@@
tags: আহত ঘাসের শেকড়, কিশোর মজুমদার, আবৃত্তির বাংলা কবিতা, sera abrrittir kobita, bangla kobita abritti, সেরা আবৃত্তির কবিতা, বাংলা নতুন কবিতা, কিশোর মজুমদারের কবিতা, দ্বৈত আবৃত্তির কবিতা, bengali poetry for recitation,