প্রেমের সংলাপ – ৩ | মানুষ এত বোকা কেন | কিশোর মজুমদার |দ্বৈত আবৃত্তির প্রেমের কবিতা

প্রেমের সংলাপ – ৩

প্রেমের সংলাপ – ৩

মানুষ এত বোকা কেন

রুদ্র — বলো তো মানুষ এত বোকা কেন ?
চয়নিকা–তোমার মাথায় আবার কি ভূত চাপলো।
রুদ্র — না এমনি ভাবছি । মানুষ শুধু ছুটছে—ছুটছে- ছুটছে তো ছুটছেই।
চয়নিকা– তো !
রুদ্র — আরে জীবন কোথায় ? বেঁচে থাকার আনন্দ কোথায় ?
চয়নিকা– কোথায় ?
রুদ্র –কোথায় আবার ? এইখানে । আর এখন ই । কেউ যদি ভাবে যে জীবনে বাঁচব পরে , যখন আমার অনেক টাকা হবে , যখন আমার সামনের কাজটা সম্পূর্ন হবে , তারপরেই জীবন ঝিঙ্গালালা…
চয়নিকা– হি হি হি হি হি……. তুমি বকতেও পারো বাবা। তো কি হয়েছে তাতে ? নিজের জীবন নিয়ে বাঁচি না এত মানুষের কথা ভেবে করবো কি !! বলো —
রুদ্র — অবুঝ হয়ো না । তোমার চারপাশের মানুষের দ্বারাই তুমি প্রভাবিত হও বুঝলে । ওদের ভাবনা ,ওদের আচরণ সংস্কার সব ই তোমাতে সঞ্চারিত হয়ে যায় ।………. (বলতে থাকে)
চয়নিকা–ইশ ! (স্বাগতোক্তি) শুরু হয়ে গেল আর থামবে না আজ পুরো sociology পুরো msw কোর্স কমপ্লিট হবে আমার।
রুদ্র — কিছু বললে ? ঠিক আছে আর বলবো না ।
চয়নিকা– নান– না না না না প্লিজ রাগ করো না । মজা করলাম প্লিজ। ও …হা কি বলছিলে যেন ! মানুষ । ওই তো বললে যে চারপাশের মানুষের দ্বারাই প্রভাবিত হই আমি ।
রুদ্র — আরে তুমি প্রভাবিত হও তো বলি নি । বললাম যে মানুষ ।
চয়নিকা– ওই হলো আর কি আমিও তো মানুষ । আমিই হলাম বলো।
রুদ্র –তো দেখো আসার পথে দেখলাম ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা , তাকে ওর মা কি মারটাই না মারলো। ওর দোষ কি , ও নাকি পড়তে বসে না খালি খেলতে চায়।
চয়নিকা–হুম । তো তুমি কী কিরলে ? ও ও তুমি তো কবি , rapid action নেবে না ।
রুদ্র — ওহ মজা নয় চয়না please ।
চয়নিকা– ঠিক ই বলেছি, বললাম যে তুমি লিখবে ও নিয়ে যাতে অনেক মানুষের ভাবনায় change আসে ।
রুদ্র — হুম । তো বলছিলাম যেটা , এত সুন্দর শিশুটা সুন্দর খেলতে চায় , তাকে জোর করে বড় হবার স্বপ্ন চাপিয়ে ওর আপন মনে খেলাটা উপভোগ করতে না দিয়ে , এই শৈশব টাকে ভুলিয়ে দিয়ে কোথায় খুঁজছে মানুষ জীবন ?
চয়নিকা– এত ভাবিনি গো । ঠিক ই বলেছ তো ।
রুদ্র — ভাব তো একবার । কিচ্ছু না যদি শিশুটিকে আপন মনে খেলতে দিয়ে শুধু দেখা যায় । just follow him . দেখবে অনেক কিছু শেখার আছে ওর কাছে । কিন্তু তার বদলে ….
চয়নিকা– তার বদলে ……
রুদ্র — তার বদলে , বর্তমান নেই , জীবনে কোন আনন্দ নেই , শুধু আছে ভবিষ্যৎ । এক অনাগত সুখের জন্য কষ্ট করা আর কষ্ট দেয়া ।
চয়নিকা– কষ্ট দেয়া ?
রুদ্র — আরে শিশুটা কষ্ট পাচ্ছে না বলো । ওর খেলার সুখের স্বর্গ ছিনিয়ে কোন পন্ডিত করতে চাইছি বলো। “ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ ”
চয়নিকা– নচিকেতা । ভালোই বলেছ বস ।
রুদ্র — আর যে স্বপ্ন দেখে কষ্ট তো তার আছেই । আর যাকে নিয়ে দেখে বা যার উপর চাপায় স্বপ্ন তার বারোটা বজায় আর কি ।
চয়নিকা– সত্যি তুমি না পারো বটে । এই রোমান্টিক এই রিয়ালিস্টিক । কিন্তু আমাদের কি হবে ?
রুদ্র — কি হবে আর । এই মাটির ঘরের জ্যোৎস্না ওঠা দাওয়ায় বসিয়া এমনই রকম ছেলেমানুষি গল্প করিবে আর আমি বসিয়া বসিয়া শুনিব। আর শুনিব হাতির বৃঙহন……
চয়নিকা– আরণ্যক …..আরণ্যক … বিভূতিভূষণ …Right ?
রুদ্র — একদম রাইট । একটু তুমি মাখিয়ে চালিয়ে দিচ্ছিলাম আর কি ।
চয়নিকা– হুমমম । চলো এবার ওঠা যাক।
রুদ্র — একি এক্ষুনি চলো ? আরে তোমার ফ্লিপকার্ট থেকে কেনা লিপস্টিক টা একটু কেমন সুন্দর করেছে তোমায় আগে দেখতে দাও ।
চয়নিকা– ওঁওঁওঁওঁওঁওঁ তুমি আমার দেখবে। কখন থেকে ঠোঁট বাড়িয়ে মি…… করে আছি তাও চোখে পড়ে না । আর দেখতে হবে না ছাড়ো।
রুদ্র — বাহ একটু না রাগলে যে তোমায় মানায় না ।
চয়নিকা– ধুউউউৎ । তুমি দেখবে আমাকে !! কি জানি বাপু । এখন কি যে তোমার নজরে পড়েছে । আর কিই বা দেখো কে জানে ।
রুদ্র –ইস…. চয়নিকা প্লিজ । সত্যি বলছি কোথাও তাকাই না আমি । কাউকে দেখি না আমি । আমার চোখে শুধু চয়নিকা , চয়না , সুউউচয়না ।
চয়নিকা–তাই । সত্যি । বলছ ? একদম মিথ্যে কথা । মিথ্যে মিথ্যে……
রুদ্র — সত্যি বলছি তোমায় ছাড়া কাউকে দেখি না গো । বিশ্বাস না হয় ওই দেখো ওই মহিলাকে , আমি একটুও দেখি নি ।
চয়নিকা– কি …
রুদ্র — হুম। ওই যে কমলা রঙের শাড়ি পরা মেয়েটা , ওকেও দেখি নি ।
চয়নিকা– কোন মেয়ে….
রুদ্র — ওই যে কমলা শাড়ি , ম্যাচিং ব্লাউস , লাল টিপ , পায়ে সাদা পদশ্রী কোম্পানির জুতো। হাতে স্টাইলি ভ্যানিটি , আর
চয়নিকা– ( রেগে গিয়ে) কি ই ই ই ই ……
রুদ্র — আর চোখের কোনে সলজ্জ হাসি, বিদ্যাপতির রাধা এ যুগে জন্মেছে…….
চয়নিকা– কি ।? হম ? দাঁড়াও । আমি চললাম। (রাগ করে চলে যায় )
রুদ্র — এই এই প্লিজ প্লিজ । মজা করছিলাম প্লিজ … চয়নিকা …. চয়না….. সূচয়না…..দাঁড়াও প্লিজ . (ডাকতে থাকে দূর থেকে)

দেখে নিতে পারেনঃ 👇



About the Author: Kishore Majumder

You might like

1 Comment

  1. Please let me know if you’re looking for a article author for your blog.
    You have some really good articles and I believe I would be a good asset.
    If you ever want to take some of the load off,
    I’d love to write some content for your blog in exchange for a link back to mine.
    Please blast me an e-mail if interested. Kudos!

    Also visit my web page; CBD for Sale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share