প্রেমের সংলাপ – ২ | কবি কবি ভাব | কিশোর মজুমদার | বাংলা দ্বৈত আবৃত্তির কবিতা |Duet bangla kobita lyrics

Premer-Sanglap-02

প্রেমের সংলাপ – ২

কবি কবি ভাব

চয়নিকা -তুমি না ভীষণ কবি কবি ভাব
রুদ্র –আরে কিছু নয়, ও আমার স্বভাব
চ–তাই বলে সবসময় কবিতা…সবখানে ছন্দ…..
রু–হলোই বা, বলো কি আছে মন্দ ?
চ–আরে ধুস্, ভাল্লাগেনা যাও ।
রু–ভালবাসি তো, কাছে আছি তো, তাও…..
চ–ইস্ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা
রু–আসলে পাগল হয় সবাই, হয় বাচাল নয় বোবা
চ–আজ তোমার কি হয়েছে বলবে???
রু–এই বাদাম এনেছি, খাবে?ঝালমুড়ি চলবে??
চ–কপাল, প্লিজ ছাড়োনা ফালতু কাব্যি করলে ভালো লাগে না, ইসসস্,
ওকে ওকে,,,তুমি একটা করে কথা বলো দেখবে কেমন ভালো লাগে, বলো বলো, বলোনা, যেকোনো একটা লাইন বলো….
রু–বলছি, বলো আমাদের জীবনটা কত সুন্দর
চ–হুম , আর তুমি একটা বান্দর।
রু–আমাকে বাঁদর বললে তুমি?
চ–এগ্গি বাঁদর না বাঙাল ভাষায় কইলাম । বান্দর বান্দর কইছি আমি।
রু–ওকে কাজের কথা বলোতো…
আজ কি কলেজ ছুটি?
চ–খোলাই থাক আর যাই থাক,ভাতের বদলে কি খাবো রুটি ?
রু–তুমি একদম ফালতু মিল দাও, কোন সৌন্দর্য নেই ওতে ।
চ–তুমি আমাকে শেখাও কেন?কি এসে যায় তাতে।
রু–উফ্ ছাড়োনা এবার প্লিজ।
চ–ক্যামন ঠেলা নিজের মেশিনে দাও গ্রিজ।
রু–ধুস, মেলাতে হবে না আর
চ–বোঝো ঠ্যালা, ক্যামন লাগে তোমার ।
রু– sorry, প্লিজ, আর কাব্যি করবো না, হলো .।
চ–আচ্ছা ঠিক আছে এবার অন্য গল্প বলো ।
রু–ওই দেখো স্কুলের স্টুডেন্ট রাও আসছে পার্কে ।
চ–আসবে না,, উমম্ …সবাই কে খায় প্রেমের শার্কে।
রু–পারোও তুমি বস ।
চ–একগামলা দুধে একফোঁটা লেবুর রস ।
রু–তোমার কাব্যের ঠেলায় প্রেমের রস শুকিয়ে কিসমিস হয়ে গেল ।
চ–হুম, মিস তো হয়ে গেল ।
এবার অন্য কোথাও চলো।
এবার বুঝলে কেমন লাগে কথায় কথায় কাব্যি, কোন সিরিয়াস কিছু বলতে গেলেই বাজে লাগে জানো।
রু—-হুম আসলে লোকে বলে কি না, দুজন শিক্ষিত লোকের প্রেম নাকি শুকনো তর্কের আড়ালে শুকিয়ে যেতে থাকে।
তাই যদি কথায় কাব্যের রস মেশালে সম্পর্কটা যদি রসসিক্ত হয়…
চ—শোনো , সম্পর্ককে রসসিক্ত করতে হলে অন্তরটাকেও রসসিক্ত করতে হয়, বুঝলে, ওটা তোমার কিন্তু আছেই।
রু—তাই, তাহলে তো ভালোই..
আর তুমিও তো টইটম্বুর রসে ভরা… কলকাতার রসগোল্লা ।

xxxxxxxxxxxxxxxxxxx

দেখে নিতে পারেন 👇

– কবিতাটির ভিডিও নীচে দেওয়া হল –


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share