
Kishore Majumder
কান্না মেশে দীঘির জলে
বৈশাখী মেঘের চিঠি এসে পৌঁছলো
দুপুরের মন খারাপের আঙিনায় ।
দুটো ছোট্ট চড়ুইপাখি আসে উঠোনে রোজ
ধান খুঁটে খায় আর ইতিউতি করে তাকায়
ডিস এন্টেনায় বসে থাকা কাকটা ওদের খুব জ্বালায় ।
এমন সময় এলো সেই চিঠি
বৈশাখী মেঘের কালো খামে
মুখবন্ধ অভিমান আর চুপ করে থাকা
রহস্যভরা শব্দগুলো
কাগজের মোড়ক ফেটে বেরিয়ে আসতে চায় ।
চুপ করে থাকা চোখ দুটি
শিশিরের ঝিলিক মাখা দু’ফোঁটা জল নিয়ে
ঈশান কোনের টুকরো কালো মেঘের ভাষায়
বলে যাচ্ছে পুরোনো অনেক কালবৈশাখী কথা ।
কীভাবে বর্ষায় ভরা পুকুরপাড়ে এসে দাঁড়াবে
আর উজাড় করে দেবে এতদিনের জমে থাকা
না-বলা কথাগুলো , যে কথাগুলো জমে আছে
বারো বছরের মিনিটে ঘন্টায় সেকেন্ডের খাঁজে খাঁজে ।
অবশেষে বর্ষা এলো , পুকুর ভরলো জলে ,
বন্যাও এলো আশেপাশের গ্রামে ।
না-পড়া , বহু চেনা , আজীবন ভালোবাসার স্বপ্ন ভরা
চিঠির খামটা — দুকূল ছাপানো সেই পুকুরের জলে
ভাসিয়ে দিলো মন খারাপের আঙিনা থেকে
চিরতরে
যে পুকুর রোজ স্নান করিয়েও
অবলার চোখের জল
ধুয়ে দিতে পারে নি এতদিন ।
###########
I’m very happy to uncover this web site. I want to to thank you for your time just for this fantastic read!! I definitely loved every bit of it and i also have you saved as a favorite to see new information in your website.
Thank you.