শুধু তোমারই জন্য (আমিও পারি ২)
কিশোর মজুমদার
তোমাকে বলতে শুনিনি এসো কাজে হাত লাগাই একসাথে
তোমাকে বলতে শুনিনি কাছে এসো একবার
খুলে বলো তোমার মনের কথা
কখনো হাতটি ধরে কাছে টেনে বসিয়ে —
চোখের ভাষায় খুঁজতে দেখিনি আমার দুঃখ কষ্ট ভালোলাগা মন্দলাগা সব মিশিয়ে তৈরি হওয়া এই আমিটাকে ।
শাড়ি চুড়ি গয়নার ক্রীতদাস হয়ে থাকতে আর ভালো লাগে না
একুশ শতকের নারী আমি।
একইসঙ্গে আধুনিকা একইসঙ্গে সনাতন
তুমি আমার পোশাকের সঙ্গে উপবাস কে মিলিও না
আমার কথার সঙ্গে মনকে মিলিও না
ভালোবাসার বন্ধনে আমাদের এই যৌথ যাপন
নারী-পুরুষ, প্রেমিক-প্রেমিকা , কপোত-কপোতী জীবনযাপন–
দেখতে বলতে শুনতে আর কাব্যি করতে খুব ভালো লাগে।
দুটো তথাকথিত শিক্ষিত মানুষ এক ছাদের নিচে —
কিভাবে কোন ভাষায় তার উপমা দেবো
আমরণ সঙ্গোপন ? অসহায় সমর্পণ ?
ভালোবাসা আর মন্দবাসার ট্যাগ অফ ওয়ার —
নাকি চিরকালের সংজ্ঞাহীন এক দিন যাপনের কোলাজ
প্রশ্নে প্রশ্নে ভাবনায় শিক্ষায় সংস্কারে আর
প্রেমে অপ্রেমে আজকের নারী আমি ।
কি যে অসহায় তুমি বুঝলে কই —
ইচ্ছেটাকে লাগাম ছেড়ে উড়তে যাওয়ার আকাশ হতে পারলে কই বলতো
অনেক আশা অনেক স্বপ্নের ভিড় থেকেই
কিছু কিছু জমিয়ে তোমার সঙ্গে জুড়ে দিয়েছি সে সব ।
তোমাকে বলতে শুনিনি
এসো আমার হাত ধরে ছুটবে এসো
কখনো তো বলতে পারো চলো এই উদাস দুপুরে
হঠাৎ বৃষ্টির ছাটে দুজনে মিলে ভিজি
বৃষ্টির ঝাঁটে বাতাসের ধাক্কায়
আমাদের ভেতরের দেওয়াল গুলো ভেঙে যাক
জবজবে ভেজা কাপড়ের মত আবার দুজন ভিজে উঠি অনুরাগের ছোঁয়ায়।
কই বললে না তো একটিবার !
শুধু দুজন দুজনের কথাগুলো শুনব
যে কথাগুলো এখনো বলাই হয়নি।
ভালোবাসার মানে কি শুধু বিয়ে , হানিমুন, ফটোশুট রোমান্টিক বাজার চলতি কিছু গানের তালে–
নিজেদের মিলিয়ে লোক দেখানো ভিডিও , আর কাপল ছবির লাইক ?
সত্যি বলছি আমি ,আমি এমনটা নই গো
দামি শাড়ি-চুড়ি-গয়না আর দামি দামি রেস্তোরাঁয় খাওয়ানো,
লং ড্রাইভ আর ছুটি নিয়ে চিরন্তন বাঙালির মত
একশা ভীড়ে ঘুরতে যাওয়ার প্যাকেজ ট্যুর
এসবের বাইরে আরো মানে আছে ভালোবাসার
নির্জনতা একাকিত্বের অংশীদারিত্ব —
তোমার হার্টবিট শুনবো আমি–
তুমি শুনবে আমার বৈকালি বিচ্ছুরণ ।
তোমাকে সেভাবে তাকাতে দেখি না আর
তুমি দয়া করে অ্যাভারেজ জীবন থেকে উঠে এসো
তুমিতো অনন্য –
তোমার ভালোবাসার ভাষা অনেক অনেক উন্নত
সে তুমি কোথায় –
কতগুলি রুটিনবাঁধা অভ্যাসের নাম সংসার হতে পারে, ভালোবাসা নয় ।
সংসারের বাইরেও আমার এক অস্তিত্ব আছে
ভালোবাসার ভাষা আছে
আমি তো কখনো লায়লা হতে চাইনি
চাইনি হতে চন্ডীদাসের রাধা
রবি ঠাকুরের মানস সুন্দরী
কিংবা জীবনানন্দের বনলতা সেন ।
আমি শুধু আমি হতে চাইছি
যে আমিটাকে তুমি জানবে চিনবে
গালের গোলাপ ঝরে যাওয়ার পরও যে ভালোবাসা অফুরান
যে ভালবাসায় শুধু সময় কথা বলে না
বলে একটা গোটা মানুষ
ভালো-মন্দ দোষ-গুণ মিশিয়ে গড়া একটা নারী
যে তোমাকে ভালোবেসে তোমার হাত ধরেছে ঘর বেঁধেছে
তোমার জন্য অপেক্ষা করে থাকছে রোজ
ডাল-ভাত বাজার ঘাট সবকিছুর উর্ধ্বে
একটা মন নিয়ে —– তোমার জন্য–
শুধু তোমার জন্য
শুধু তোমারই জন্য ।
"আমিও পারি" কবিতার বই