Written by Kishore Majumder
বাবার মৃত্যু আমাকে কাঁদিয়েছে
মায়ের অপমান আমাকে কাঁদিয়েছে
রোজ রোজ দুঃখের পর দুঃখ যন্ত্রণার পর যন্ত্রনা
সে সময় আমার বেঁচেথাকার ইচ্ছেটুকু কেড়ে নিয়েছিল।
ছোটভাই অবুঝ ছিল তখন অবুঝ ছিল বলেই ভালো ছিল ।
নইলে ওর কোমল মন সইতে পারতো না।
পারিবারিক মামলায় সেই রাধারাণীর মতো অবস্থা।
অসুস্থ্য মাকে সাহায্য করতে পারিনি।
কোনো রুক্মিণী কুমারের দয়া জোটে নি ।
চাইনি কারো দয়া ভিক্ষার দান ।
সব হারিয়েছিলাম বাড়ি -ঘর -টাকা -পয়সা
শুধু ইজ্জতটুকু সম্বল করে জীবনের পথে পা বাড়ালাম ।
পা বাড়ালাম স্বপ্নের আকাশ ছুঁতে।
সামনে লাল ফিতের স্বপ্ন
পেছনে সাদা গন্ডি
দারিদ্রের গন্ডি অপমানের গন্ডি
লাঞ্ছনার গন্ডি
যেখানে জীবন দাঁড়িয়েছিল এতদিন।
যখন এলো সেই সুযোগ
স্বপ্ন ছোঁয়ার যাত্রার স্টার্টিং হুইসেল
ভেবেছিলাম পারবো না
শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে ছিল পুষ্টির অভাব
দারিদ্রের অভিশাপ।
পা বাড়ালাম যেই
ভেসে উঠলো বাবার মরা মুখ
মায়ের করুন দুটি চোখ
ভাইয়ের অসহায় ঠোঁটের অস্ফুট ব্যাকুলতা
অপমান-জেদ-একরাশ অভিমানে ভরা পা রাখলাম সেখানে।
না কোনো স্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন ছিল না সেটা
একটা গ্রাম্য মেয়ের বেড়ে ওঠার নয়
বেঁচে ওঠার সত্য কাহিনী জীবনের সত্য ।
আমার কাছে সেটাই ছিল সুযোগ
পায়ে পায়ে বাধা
তবু সবকিছু ঠেলে ফেলে এগুতে লাগলাম
পেছনে ফেলে রেখে একটার পর একটা গন্ডি
দুঃখ -যন্ত্রনা-কষ্ট – সব সব সব
মানুষ সব পারে
আমিও পারব
স্বপ্ন ছুঁয়ে দেখব
জীবনের স্বপ্ন – লাল ফিতের স্বপ্ন
আজ সব মনে পড়ে যায়
মানুষ- জীবন -যৌবন আর চিরন্তন সময়ের গতির মুখে তুমি -আমি-সব খড়কুটো……
শুধু আমার এ লড়াই
বেঁচে ওঠার লড়াই
সম্মানের লড়াই
মানবিকতার লড়াই।
********