সরলরেখায়/নতুন বাংলা কবিতা ২০২০/ কিশোর মজুমদার

সরলরেখায়

কিশোর মজুমদার


রাস্তা

আকাশের আয়নাতে চোখ
চিত হয়ে শুয়ে থাকে বিছানায় যেন
পরিচয়হীন অনাথ বালক ।


লাঠি

অন্ধের চোখের পাতায়
কত ছবি লাঠি আঁকে লেখনী হয়ে
পথিকের পিঠের খাতায় ।


দরজা

এই পারে দাঁড়িয়ে আমি
ওই পারে খবরের ভাষা অক্ষরে
চৌকাঠে এসে আবার থামি ।


তুমি

মৌচাকে ঢিল মেরে চুপ
ভেজা কার্তুজে তাকিয়ে শহর
মুখে এঁটেছে কুলুপ ।


ঘড়ি

কিছু কিছু নীরবতা
তারাদের মতো বলে ফেলে
সবচেয়ে বেশি কথা ।

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share