🌟 ১লা বৈশাখ 🌟
– কিশোর মজুমদার
নতুন বছরের বাংলা কবিতা ২০২০
এ বছর যেন কেউ বাজায় নি কাঁসর
এ বছর যেন কেউ বাজায় নি শাঁখ
(তবু) প্রকৃতি-রানী সাজিয়েছে তার আসর
তুলে ধরেছে এ ১-লা বৈশাখ ।
পরের বার হোক আরেকটা বৈশাখ
হাসি খুশি ভরা সবকিছু স্বাভাবিক
নাচে ও গানে আবৃত্তি কবিতায়
কচি মুখগুলি খুশি চোখে ঝিকমিক।
এ বৈশাখ তবে হোক আগামীর গানে
এ বৈশাখ হোক দিন বদলের সুর
কর্মের সাথে ঘর্মের বলিদানে
এ বৈশাখ হোক আগামীতে ভরপুর।
পরের বোশেখে ব্যস্ত শ্রমিক তার
ঘরে ফিরবে নতুন জামা নিয়ে
কান্না ভুলে সে পুচকু মেয়েটার
হাসিরা উপচে পড়বে জানলা দিয়ে।
এবারে না হয় সেন্সর বোর্ড হয়ে
কাঁচি চালাবো অপ্রিয় যত কিছু
শুরু থেকে শেষ যতনা দুঃসময়ে
কেটে বাদ দেবো ভেদাভেদ উঁচু নীচু।
বিপন্নতাই মানুষকে এক করে
জাতি ধর্ম সবকিছু ভুলে গিয়ে
আয়নাতে মুখ দেখালো বদ্ধ ঘরে
আগামী বোশেখ আসুক এ শিক্ষা নিয়ে।
দিন গোনা মানে সবকিছু শেষ নয়
দিনগোনা মানে আগামীর জয়গান
মানুষ কখনো মানে নি পরাজয়
এ বৈশাখ তাই দিন বদলের গান।
আগামী বোশেখে ভরিয়ে দেব তাদের
যেসব খেলার মাঠেরা অবহেলায়
শৈশব মাখা কোলাহল শিশুদের
মুখরিত হবে হৈ চৈ খেলাধূলায়।
এ বৈশাখ তবে হোক আগামীর গানে
এ বৈশাখ হোক দিন বদলের সুর
কর্মের সাথে ঘর্মের বলিদানে
এ বৈশাখ হোক আগামীতে ভরপুর।
আমরা থেকেছি শ্মশানে ফোটানো ফুলে
আমরা পেরেছি বদলাতে ইতিহাস
এবারে সাজাবো দুঃখের ধরাতলে
পায়রা ওড়ানো শান্তির বারোমাস।
আমরা শিখেছি হাতে হাত ধ’রে চলা
পাশাপাশি সবে বাঁচতে নতুন করে
এ বৈশাখ হোক আগামীর কথা বলা
দেখা হোক তবে নতুন একটা ভোরে।
দিন গোনা মানে সবকিছু শেষ নয়
দিনগোনা মানে আগামীর জয়গান
মানুষ কখনো মানে নি পরাজয়
এ বৈশাখ তাই দিন বদলের গান।
কবিতা : ১লা বৈশাখ । কবি : কিশোর মজুমদার