প্রেমের সংলাপ -১
আগুন
❤ প্রেমের সংলাপ ১ ❤
চয়নিকা : জল না আগুন ?
রুদ্র : আগুন।
চয়নিকা : কেন আগুন কেন ?
রুদ্র। : কারণ আগুন না থাকলে জল এর দরকার কি বলো ? আর দুনিয়াজোড়াই তো আগুন । রূপের আগুন, বিদ্রোহের আগুন, বাজার আগুন , কামনার আগুন আর ,…..
চয়নিকা : আর ।
রুদ্র। : আর ভালোবাসার আগুন।
চয়নিকা :ভালোবাসার আগুন !!!
রুদ্র। :আরে ওই যে বলে না , কি যেন , প্রেমের আগুন ।
চয়নিকা : প্রেমের আবার আগুন হয় না কি ?
রুদ্র : হয় না আবার । প্রেমের আগুন যখন জ্বলে একবার পুড়ে পুড়ে নিজেও মরে আর অপরকেও মারে। কথায় বলে পিরিতির আগুন।
চয়নিকা :ছাড়ো আগুন প্রেমিক।
রুদ্র। : আরে তুমিই তো বললে , আমার কি দোষ।
চয়নিকা : আচ্ছা ঠিক আছে , ঠিক আছে। এবার বলোতো…..
রুদ্র। : কি ?
চয়নিকা : হুম… বলো তো …. গাছ না পাখি ?
রুদ্র। : পাখি ।
চয়নিকা : নদী না সাগর ?
রুদ্র। : নদী।
চয়নিকা : গেরুয়া না সবুজ?
রুদ্র। :বলবো না ।
চয়নিকা : আলো না আঁধার ?
রুদ্র। :আলো।
চয়নিকা : তাহলে বলো দিন না রাত ?
রুদ্র। : রাত ।
চয়নিকা : এই না বললে আলো , আবার বলছো রাত ?
রুদ্র : কারণ আছে । যাকগে । তোমার ইন্টারিভিউ শেষ ?
না বাকি আছে।
চয়নিকা : উম ম ম .…… বলো ইতিহাস না ভূগোল ?
রুদ্র : ভুগোল ।
চয়নিকা : বাংলা না ইংরেজি ?
রুদ্র। : বাাংলা। ভাগ্যিস বিলিতি না বাাংলা বলো নি ।
চয়নিকা : চুপ । বাড়ি না ফ্লাট?
রুদ্র: ফ্লাট ।
চয়নিকা : একান্নবর্তী না নিউক্লিয়ার ?
রুদ্র : অলক্লিয়র ।
চয়নিকা : মানে ?
রুদ্র। : মানে একা।
চয়নিকা : একা —– ইইস…’ যাও আমি চললাম । থাকো একা।
রুদ্র। : আরে রাগছ কেন ?
চয়নিকা : তাহলে বলো —- ফুল না গান ?
রুদ্র। : গান ।
চয়নিকা : জীবন না যৌবন ?
রুদ্র: যৌবন ।
চয়নিকা : ছেলে না মেয়ে ?
রুদ্র : মেয়ে।
চয়নিকা : কেন মেয়ে কেন ? তুমি না বললে মেয়েরা এই করে , ন্যাকামি হাবিজাবি…..। এখন আবার মেয়ে কেন বলো…. বলো … বলো বলো কেন ?
রুদ্র: আ … লাগছে ।
চয়নিকা : বলো মেয়ে কেন ?
রুদ্র : তুমি যে মেয়ে , তাই । তুমি যে আমার অর্ধাঙ্গিনী …তাই। আর ফুটফুটে জোছনার মতো একটা মেয়ে চপলা চঞ্চলা মেয়ে ফ্রক পরে ছুটে দৌড়ে আসছে। ভাবতে ভালো লাগে …. কি সুন্দর।
চয়নিকা : তাই , আমি বুঝি ফ্রক পড়বো ?
রুদ্র। : আরে তুমি না । একটা ছোট্ট মেয়ে … বাচ্চা …তুলতুলে ….
হাঁটি হাঁটি পা পা …..
চয়নিকা : বটে ….. বিয়ে করার মুরোদ হলো না এখনো….
মেয়ে বাচ্চা …. যাও কথা বলবো না ।
রুদ্র: এই রাগ করো কেন ? সত্যিই তো । তোমার মত একটা মেয়ে ছানা । কত্ত সুন্দর করে চুল বেঁধে দেব , আদর করবো। গান শোনাবো।
চয়নিকা : হায় কপাল আমার। আমার বাবাও নাকি মাকে এই কথাগুলোই বলতো।
রুদ্র: তাই নাকি?
চয়নিকা : এই । আমাকে চুল বেঁধে দেবে না ? আদর করবে না ? নাকি মেয়েছানাকেই সব করবে ? আমি তাহলে বাবা মা ছেড়ে কার কাছে আসবো ?
( কান্না) ভ্যা ……….
রুদ্র: আ … আ…… কাঁদছ কেন ? বোঝ না এটা পাবলিক প্লেস ?
চয়নিকা : তো কি হয়েছে ? এক্ষুনি আদর করতে বলছি নাকি ?
রুদ্র। : আচ্ছা দেখা যাবে । যখনকার টা তখন ।
চয়নিকা : সত্যি বলো ? আমি সবকিছুই তোমার মধ্যে পাবো ? তুমিই আমার ভালোবাসা , স্বপ্ন ….. প্রেম … আর ভরসা।
রুদ্র। : আর আগুন ।
চয়নিকা : ধুত যাও তো।
রুদ্র : এই যেও না । প্লিজ । চয়নিকা প্লিস ।
দাঁড়াও। (ডাকতে থাকে )