মনের মফস্বলে..
কিশোর মজুমদার
তুই যে আমার আঁধার ঘরের প্রদীপ
আঁধার মেখে সুখের স্মৃতি জ্বলে
তুই হলি সেই ছোট্ট বেলার ছিপ
মাছের চেয়ে গল্প বেশি বলে।
মনে আছে তোর পৌষ মাসের রাতে
ভোরের আশায় আলের উপর দুজন
সবার আগে সংক্রান্তির স্নান
জেতার জন্য ধনুক ভাঙা পণ ।
তারপর রোজ রাত আসে রাত যায়
কুয়াশাও শীত মাখে তার কালে
তোর ছবি এই চোখের নীচে রাখা
লুকিয়ে থাকে মনের মফস্বলে ।
কতদিন দেখিনা তোর মুখ
বহুদিনই শুনি না সেই স্বর
ঘরের মানুষ ঘর ভরেছে আজ
আমার ভেতর চোরাবালির চর ।
তোর উঠোনে গাছ ভরা সেই কুল
নুয়ে পড়ত নীচে ফলের ভারে
মনে আছে তোর কাঁটার খোঁচার দাগ
হাত বুলাতে আজও ইচ্ছে করে ।
ঝিম ধরা সেই ঘুঘুর দুপুরগুলো
নীরবতা ভাঙত গোল্লাছুটে
তুই আমি আর ঘাস ফড়িংয়ের দল
সে সব এখন কোথায় এ তল্লাটে !
গত পুজোয় গেলাম ফিরে সবাই
সবাই মানে বর আমি আর ছেলে
ফাঁকা দুপুর প্যান্ডেলে বহুক্ষণ
ভেবেছিলাম ডাকবো দেখতে পেলে ।
আজও হারাই তোর ভেতরে রোজ
আজও বাঁচি সত্যি ভালোবাসায়
জীবন মানে মেয়েবেলার সুখে
ভালো থাকা সুখের বন্দিশালায় ।
চোখের তারায় আজও আগুন জ্বলে
তোরই মতো ভীরু প্রেমের না-য়
কত যৌবন জীবন ছেড়ে যাবে
এ প্রেম তবু ছুটবে মোহনায় ।
এ প্রেম তবু তোরই পাতায় জমে
ফোঁটায় ফোঁটায় শিশির ভেজা চুলে
স্নানের ঘরে নীরব বাষ্পমোচন
জীবন ছুঁয়ে বাঁচার গল্প বলে ।
স্নানের ঘরে নীরব বাষ্পমোচন
জীবন ছুঁয়ে বাঁচার গল্প বলে ।
XxxxxxxxxxxxX