বিবর্ণ লজ্জা
বর্ষার শান্ত মেঘ থেকে উঠে আসে
দুঃস্বপ্নের অন্ধকার
বটগাছের প্রাচীনতা আশ্রয় নেয় শরীরী তপ্ততায়
এক আদিম ইশারা ।
রক্ত-লোলুপ পদক্ষেপে শব্দিত হয়
শতদলের নিরাভ সংবেদন ।
তুমি কি চেয়েছিলে এই মেঘ
এই হাওয়ায় অধীর জনারণ্যের বিবর্ণ লজ্জা !
যেখানে পুষ্পিত সমাহারে ভালোবেসে পাষাণ-প্রতিম
হত্যার আবহবিকার !
যেখানে পাপমোচনের মগ্নতা ঘিরে থাকে
আমাদের কম্পমান যবনিকা ।
তীব্র যন্ত্রনায় লেহ লাদাখের ঊষরতা
এসে থামে জানলার ধারে ধারে ।
দীর্ঘ তন্দ্রার সীমানায়
দোলনচাঁপার কলিতে লেগে যায়
কালো রক্তের ছোপ ।