আবৃত্তির কবিতা / পোড়ো বাড়ি/Kishore Majumder

পোড়ো বাড়ি

সুবিশাল বাড়িটার ভেতরে

আজ আর কোনো মানুষ থাকে না

তুমি আর আমি হাত ধ’রে আজ

ওই বাড়িতেই যাবো ;

পলেস্তরা খসে যাওয়া দেয়াল

ঝুল কালিতে গুমোট অন্ধকার আনাচ কানাচ থেকে

নীরবতা ভঙ্গের বাদুড় ডানার ঝাপট —

গত জন্মের থেকে উঠে আসা ভয়ে

আদ্দিকালের শৈশব চিকচিক চোখের আলোয়

গুটি গুটি পায়ে এগিয়ে যাবো দু’জন ;

তুমি শক্ত ক’রে ধ’রে থাকবে আমার শঙ্কাহারী হাত

তোমার ঘন চুলের শ্বাসে চুপসে থাকবে শীতলতা ,

ভয় পেওনা চয়নিকা —

আমার পুরুষালি কাঁধ ঘেষে থাকবে তুমি

দু’হাতে শক্ত ক’রে ধরে থাকবে আমার হাত ;

এভাবেই এগুতে থাকবো দু’জন

রক্তচোষা ভয়ঙ্কর বাদুড়

আর চুড়েলের আবিলতা উপেক্ষা না করেই

আমরা এগুতে থাকবো ;

পোড়ো বাড়িটা —

জানালায় দাঙ্গার রক্ত

দরজায় অশ্রুর নিশিযাপন

মেঝেতে মেঝেতে ধুলোর বিষাক্ত বেদনা

অনুভব করতে করতে

একটার পর একটা চৌকাঠ করিডোর পেরোতে থাকবো

তুমি ভয় পেওনা চয়নিকা —

কারণ আমরাই আজন্ম প্রেম

আমরাই মৈত্রীর লেফাফা

ভালোবাসার সবুজ ঘাসের ছোপ ।

এভাবেই নতুন করে বেঁচে উঠতে হবে আমাদের ,

নতুন জন্মের মুখরিত কোলাহলে

মরা বাড়িটার বন্ধ্যা কক্ষে কক্ষে

বপন করতে থাকবো

তোমার আঁচলে লুকোনো ঘাসের বীজ আর বটের ফল ,

বহুদিন পর রক্তের স্মৃতি নিয়ে মরতে থাকা বাড়িটার

দেয়াল ভেঙে ফেলবে মহীরুহের শেকড়-ঝুরি-ডালপালা ,

ঘাসের পর ঘাস এসে মুছে দেবে

হিংসার কালো নিষ্ঠুরতার ছাপ ।

তখন তুমি আর আমি

এখানেই এসে বসবো আবার ,

চারদিকে তাকিয়ে দেখবো

সবুজ ঘাস আর শীতল ছায়ায় ঘেরা সুন্দর একটা দেশ ।

যেখানে পাখি গান গায়

আকাশে মেঘের আলপনা মেখে

ছায়া হয়ে ছড়িয়ে থাকে — সুজলা-সুফলা শস্য-শ্যামলা

ভালোবাসা ।

আমরা দু’জন শুয়ে থাকবো সেখানে

অনন্তকাল ।

########

About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share