অনুগল্প
ডিজিটাল উপবাস
কিশোর মজুমদার
খুব ভোরে উঠেই রজনীশ কেডস , ট্র্যাকশুট পরে বেড়িয়ে পড়ল । গুরুজী বলেছেন যে , জীবনে পরিবর্তন আনতে হবে । আর তার জন্য রোজ নতুন নতুন ভাবে ভাবতে ও করতে হবে সবকিছু । আগে ভাবনায় বদল আনা দরকার । তাহলেই রুটিনে বদল আসবে । আর এভাবেই পাল্টে যাবে জীবন ।
জীবনকে গতে বাঁধা একটা অভ্যাস হিসেবে না দেখে একটা মহৎ উদ্দেশ্য হিসেবে দেখতে হবে । এসব কথা গুরুজী পাই টু পাই করে বুঝিয়েছিলেন গুরুজী । শুধু তাই নয় , সপ্তাহে একদিন অন্তত উপোস করতে হবে । না না সেসব ব্রত উদযাপনের উপোস নয় । কোনো কিছু না খাওয়ার উপোস নয় । ডিজিটাল যুগের আধুনিক মানুষের শরীর ও স্বাস্থ্যের জন্য উপোস । ডিজিটাল উপোস । যেমন , নো মোবাইল ফোন , নো ফেসবুক , নো হোয়াটসআপ । ল্যাপটপ , ডেক্সটপ কিচ্ছুটি চলবে না । অর্থাৎ সত্যিকারের অযান্ত্রিক হয়ে থাকতে হবে সেই তপবনের মতো ।
হাঁটতে হাঁটতে রোজনীশ পৌঁছে গেল গুরুজীর ডেরায় । আজ না হয় গুরুজীর ওখানেই যোগাটা সেরে যাবে । এই না ভাবতে ভাবতে পৌঁছে গেল গুরুজীর ডেরায় । গুরুজীর তো আজ উপবাস । বাঁশের বেড়ার ছোট্ট একটা ঘর । দরজা বন্ধ । ডাকবে কি না ভেবে রোজনীশ দরজার ফাঁকে আলো দেখতে পেল । কি করছেন গুরুজী । উকি মারা কি ঠিক হবে ! ভাবতে ভাবতেই উকি মারলো ভেতরে । হা হা হা গুরুজী ল্যাপটপ খুলে বসে আছেন আর স্ক্রিন এ সেইসব ছবি ………. উপবাসের সঙ্গে একদম মানায় না যেগুলি ।
*********************************