শব্দসুখে তোমার দর্শন
ঘিঞ্জি গলি চেনা উপহার
পূরবীতে সন্ধ্যা হয় উপুড়
মেঘ বরণ চুলে তোমার
পেপার কাটিং শ্রদ্ধা কাপুর
কিশোরীর বুকে সুনামি
বাঁকা চোখে বড়রা তাকায়
কিশোরের রং লাগা ঠোঁটে
মন ওড়ে উঁচু পতাকায়
পাখিডানা বাসাতে ঝাপট
বন্ধু করে অঙ্কেতে ফেল
লুকোনো চিঠিরা ঘন্টা দেয়
হেডস্যারের পুরোনো সাইকেল ,
নদী এসে বসে থাকে পাড়ে
স্রোত আসে অল্প দেরি হয়
বিকেলের ঘাম যদি আসে
কিশোরীর বাবা হিমালয় ,
তুমি হলে মধ্য রাতের গাড়ি
হুইসালে বসন্তের ডাক
ধানের সুখে হেমন্ত যেমন
শহর থেকে অনেকটা ফারাক ।
আলতো ক’রে চাপা আঙুলে
কলম থেকে শব্দ খুলে নাও
চোখ মুখ শব্দ জব্দ করে
আমাকেই কাগজে সাজাও ।
তুমিও তো কবিতায় ছাপা
গলা থেকে সুর চুরি করা
কারা যেন আজও লিখে দেয়
আমাদের সঞ্জীবনী ধারা ।