রাত্রি – কিশোর মজুমদার
রাত্তির তুমি বড় এলোমেলো : ইভ
আদমকে রাখ জ্যোৎস্নার বেড়াজালে ।
সন্ধ্যা নামলে লকলক করে জিভ
শহরেরা নাচে ঘোমটার আড়ালে
শীত রাত্তিরে অন্ধকারের ঘুম
রাস্তা জমালো পায়ে পায়ে অবসাদ
খোঁজো তাকে খোঁজো কোকিলের মরসুম
মরণ আঁকড়ে জীবন জিন্দাবাদ ।
তোমার বাতাসে মুচমুচে ঝরে প্রেম
শরীরের ছাদে শরীর তাপায় রোদ
চোখের বাড়িতে সস্তা ভিডিও গেম
বালিশের কাছে নালিশের শোধ বোধ
এ বড় শত্রু ; আপন ছদ্মবেশ
রাত্রির মানে রাত্রি শেখালো আজ
বন্ধ গলিতে অন্ধের পথ শেষ
রাত্রি ফুরোলে ভোর ভোর সাজ সাজ |