প্রণয় গাথা। কিশোর মজুমদার। বাংলা কবিতা ২০২১

Pronoy Gatha

প্রণয় গাথা

অনেক পুরোনো হয়ে যা তুই
অনেক অনেক বেশি পুরোনো
চারপাশে অরণ্য বিভুঁই
বেলওয়ারী রূপকথা জড়ানো ।

একপাশে হৃদয়ের মাঠে
আমি বুনি শাকপাতা বীজ
তোর চোখে যদিও বখাটে
গলাতে ঝোলানো তাবিজ ।

তুই তবু আমারই হতে
মঙ্গলে পুজো উপবাস
আর খুব হারজিরে শীতে
কুয়াশায় ঢাকা চারিপাশ

এমন এক দিনে এসে তোর
হাত ধরে অসীম সাহসে
পুকুরের পাড়ে দেব দৌড়
বসে যাবো ছায়ায় ঘাসে ।

বনফুল কুড়িয়ে কিছু
দেব কতক আঁচলে ঢেলে
তোর চোখে দৃষ্টি নিচু
আমি যে বখাটে ছেলে ।

বর্ষাতে গাছ ভেজা জল
আমি তোর উঠোনের কোনে
কলাপাতা করে সম্বল
ডাক দেব অতি গোপনে ।

বড় হবো , হবো বুঝমান
মাস কয় অদেখার পর
দেখে নিবি কত পিছুটান
ছিল তোর মনের ভেতর ।

আর ডাক দেবো না তোকে
তুই এক বড় হওয়া মেয়ে
কেউ দেখে তোকে আর আমাকে
আব্বুকে বলে দেবে গিয়ে ।

এরপর হাজার বছর
তোর প্রেম করে ইতিহাস
শাকপাতা বীজের মতন
আমি করি কবিতায় চাষ ।

তুই যাবি দূরে কোথা চলে
পুরোনো কাহিনীর মত
প্রেম বুঝি বেদনারই বলে
যুগ যুগ বাঁচে অবিরত ।

আমার এই লেখা কবিতায়
মন চিপে রসটুকু মেখে
ঢেলে দিয়ে প্রণয় গাথায়
তোর জন্য যাবো শুধু রেখে ।

এত যুগ পরে দেখা হলো
আজ সেই বখাটে ছেলে
তোকে দেখ কবিতা শোনালো
বুঝে নে প্রেম কাকে বলে ।

এতদিন পরে মুখোমুখি
ফেসবুকে বনলতা সেন
কাল ছুটি , চলে আয় খুকি
বখাটে ছেলেটাকে চেন ।

যান্ত্রিক সময়ের দাবি
আমি জানি তুইও ব্যস্ত
একবার শুধু দেখে যাবি
কথা নেই , কথা শেষ তো ।

সব রং চলে গেছে ব’লে
দেখাটা কি আর হবে না ?
একবার দেখে যাস চলে
কোনোদিন আর ডাকবো না ।

একবার শুধু দেখে যাস
একটুও আটকাবো না ।
ডাক্তার দিয়েছে জবাব
আমি আর জানি বাঁচবো না ।

কবিতায় প্রেম বেঁচে যাবে
আমি শুধু থাকবো না আর
প্রেম হয়ে কবিতা লুটাবে
সব প্ৰেম তোর আর আমার ।


About the Author: Kishore Majumder

You might like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share