বায়না
—- কিশোর মজুমদার
একটা স্বপ্ন দিও আমায় তুমি
দু’জন মিলে লালন পালন করে
রোদের মত আলোর পাশে আলো
ঝলমলাবে সারাটা দিন ধরে।
ছোট্ট একটা গল্প দিও আমায়
লিখবো দুজন লাইনের পর লাইন
হতে পারে কাঠবেড়ালির মত
ছুটবে কলম দেবদারু বা পাইন ।
একটা ছোটো গান দিও তো দেখি
সুরের মাঝে দুলবো দুজন দোলায়
বৃষ্টি ভেজা বুলবুলি হয় হোক
না হয় একা কিশোরী নীল ভেলায় ।
একটা আকাশ দেবে আমায় বলো
যে আকাশে মেঘের পাশে খুশি
ভাসবে সুখে , দুঃখ হলেও হবে
অল্প তবে , আদর থাকবে বেশি ।
কাঁচের মত জ্যোৎস্না দিও তবে
যেখানে চোখ থমকাবে আয়নায়
তোমার ঘাড়ে আলতো মাথা রেখে
নখ খুঁটোবো আদুরে বায়নায় ।
ভালোবাসার ঘর বানিয়ে দিও
দেখবে আমি সাজাই কেমন করে
ছোট্ট ঘরে বাঁধিয়ে দেব সুখ
প্রেমের ফুলে গন্ধ দেব ভরে।
তুমি দিও ভরসা দুচোখ বোজার
আমি রাখবো আলোছায়ায় ঘিরে
ভালোবাসি বলব কানে কানে
পাখির মত ডানায় আড়াল করে ।
tags: premer kobita abrritti, bangla kobita abritti, bengali duet poem, kishore majumder poetry, valobasar kobita, প্রেমের কবিতা আবৃত্তি, আবৃত্তির প্রেমের কবিতা। বায়না, কিশোর মজুমদার, রোম্যান্টিক কবিতা